চিলিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার কনফেডারেশন কাপ জিতল জার্মানি
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চিলিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার কনফেডারেশন কাপ জিতল জার্মানি। হাড্ডাহাড্ডি ম্যাচের কুড়ি মিনিটে জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন লার্স স্টিন্ডল। মেসুট ওজিল, টমাস মুলার, ম্যাটস হামেলসদের মত তারকা ফুটবলারদের ছাড়াই কনফেডারেশন কাপে বাজিমাত করল জোয়াকিম লো-র তরুণ ব্রিগেড।
ওয়েব ডেস্ক: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চিলিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার কনফেডারেশন কাপ জিতল জার্মানি। হাড্ডাহাড্ডি ম্যাচের কুড়ি মিনিটে জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন লার্স স্টিন্ডল। মেসুট ওজিল, টমাস মুলার, ম্যাটস হামেলসদের মত তারকা ফুটবলারদের ছাড়াই কনফেডারেশন কাপে বাজিমাত করল জোয়াকিম লো-র তরুণ ব্রিগেড।
ট্রফি জয়ের হ্যাটট্রিক হল না চিলির। স্যাঞ্চেস,ভিদালদের অভিজ্ঞতাকে টেক্কা দিল জোয়াকিম লো-র তরুণ ব্রিগেড। চিলিকে হারিয়ে প্রথমবার কনফেড কাপ চ্যাম্পিয়ন হল জার্মানি। মার্সেলো দিয়াজের মারাত্মক ভুলের খেসারত দিতে হল লাতিন সেরাদের। লার্স স্টিনডেলের একমাত্র গোলে ট্রফি নিশ্চিত করল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন-রা। বিশ্বকাপ,অনূর্ধ্ব একুশ ইউরো কাপের পর কনফেডারেশন কাপ। জার্মানি ফুটবলের ভাল সময় চলছেই। এক বছরের মধ্যে এই রাশিয়াতেই বিশ্বসেরার খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে জোয়াকিম লো ব্রিগেড।