Sachin Tendulkar on Arshdeep Singh, IND vs PAK : দুঃসময়ে 'গড অফ ক্রিকেট'-এর বিশেষ বার্তা পেলেন তরুণ অর্শদীপ
Sachin Tendulkar on Arshdeep Singh, IND vs PAK : বিশ্বের যে কোনও প্রান্ত থেকে যে কোনও ব্যক্তি উইকিপিডিয়ার তথ্য এডিট করতে পারে। তাই এই ওয়েবসাইটের তথ্য কতটা সত্যি সেটা নিয়ে আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো : 'অপরাধ' বলতে মোক্ষম সময় লোপ্পা ক্যাচ ফেলে দিয়েছিলেন। তাও আবার মোক্ষম সময় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ক্যাচ ফস্কেছিলেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। সেই ভুলের জন্য টিম ইন্ডিয়ার (Team India) এই তরুণ বাঁহাতি পেসারকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ট্রোল করা হয়েছে। উইকিপিডিয়াতে (Wikipedia) লিখে দেওয়া হয়েছে যে, তাঁর সঙ্গে নাকি খালিস্তানিদের (Khalistan Association) যোগাযোগ রয়েছে। এমন প্রেক্ষপটে অর্শদীপকে চাগিয়ে তোলার জন্য তাঁর পাশে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তরুণ বোলারকে বিশেষ বার্তা দিলেন 'গড অফ ক্রিকেট।
টুইটারে সচিন লিখেছেন, 'দেশের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামলে সব ক্রীড়াবিদ নিজের সেরা পারফরম্যান্স করতে চায়। তাই তাঁদের সমর্থন জানানো আমাদের কর্তব্য। খেলায় তো হার-জিত থাকবেই। তাই বাইরের অযথা কথায় কান না দিয়ে একজন অ্যাথলিটকে শুধু পারফর্ম করে যাওয়া উচিত। আর দেশের সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ খেলোয়াড়দের ব্যক্তিগত আক্রমণ করা বন্ধ করুন। অর্শদীপ তোমার জন্য আমার বার্তা হল, নিজের খেলায় মন দাও। মাঠে মন দিয়ে খেলে নিন্দুকদের জবাব দাও। আমার শুভেচ্ছা রইল।'
Every athlete representing the country gives their best and plays for the nation always. They need our constant support & remember, that in sports you win some & you lose some. Let's keep cricket or any other sport free from personal attacks. @arshdeepsinghh keep working hard..
— Sachin Tendulkar (@sachin_rt) September 6, 2022
তবে শুধু সচিন নন। অর্শদীপের পাশে দাঁড়িয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) এবং হরভজন সিং (Harbhajan Singh)। এমনকি অর্শদীপের সঙ্গে খালিস্তানিদের জুড়ে দেওয়ার জন্য বেজায় চটেছে কেন্দ্রীয় সরকার। এই ইস্যু নিয়ে তদন্তে নেমে পড়েছে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সংস্থা (IT ministry Of India)। এত কম সময়ের জন্য উইকিপিডিয়াতে তথ্য দেওয়া যায় কি করে, সেই নিয়ে উইকিপিডিয়ার কর্তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।
Manjinder Singh Sirsa (@mssirsa) September 5, 2022
সুপার ফোরের এই ম্যাচের ১৯তম ওভারে মোক্ষম সময় আসিফ আলির (Asif Ali) মোক্ষম ক্যাচ ফেলে দেন অর্শদীপ। দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) তাঁর উপর প্রকাশ্যে চিৎকার করেন। যদিও এই তরুণের পাশে বিরাট, হরভজনের মতো কিংবদন্তি রয়েছেন। সেটা সাংবাদিক সম্মেলনে এসে বিরাট কোহলি সাফ জানিয়ে দেন, এই ঘটনা ভুলে এগিয়ে যাবে অর্শদীপ। দলের সকলেই ওকে সাহায্য করবে।
#Breaking: IT ministry (@GoI_MeitY) summons #Wikipedia (@Wikipedia) executives in India, to meet them today to seek an explanation on how Indian cricket team bowler Arshdeep Singh's Wikipedia page entry was changed to reflect Khalistan association.
— Aashish Aryan (@cubscribe) September 5, 2022
আরও পড়ুন: Virat Kohli, IND vs PAK : মোক্ষম সময় ক্যাচ ফস্কালেও 'ভিলেন' অর্শদীপের পাশে 'কিং কোহলি'
পাক বাহিনীর কাছে পাঁচ উইকেটে হারের পর সাংবাদিক সম্মেলনে এসেছিলেন বিরাট। সেখানে অর্শদীপের প্রসঙ্গ উঠলে তিনি বলেছিলেন, ''চাপের মুখে যে কোনও ক্রিকেটার এমন ভুল করে। এ রকম একটা বড় ম্যাচ, এত কঠিন পরিস্থিতি। চাপের মুখে এমন ভুল হতেই পারে। আমার মনে আছে, এক বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম। সেই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে খেলা। শাহিদ আফ্রিদির বলে একটা খারাপ শট মেরেছিলাম। ভোর পাঁচটা পর্যন্ত জেগেছিলাম। শুধু ছাদের দিকে তাকিয়েছিলাম। ঘুমই আসছিল না। ভেবেছিলাম আর কোনও দিন সুযোগ পাব না। আমার কেরিয়ার শেষ।'
— OneCricket (@OneCricketApp) September 4, 2022
এরপর তিনি আরও যোগ করেছিলেন, 'এখন আমাদের দলের পরিবেশ অনেক ভাল। কাল যখন সবাই একসঙ্গে হব, হাসাহাসি করব, সেটা দেখে অর্শদীপ নিশ্চয়ই অনেকটা চাপমুক্ত হবে। আমি টিম ম্যানেজমেন্টকে কৃতিত্ব দেব। ওরা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, যেখানে কেউই ব্যর্থতায় ডুবে যায় না। নতুন উদ্যমে ফিরে আসে। এ রকম পরিবেশে যে কোনও ক্রিকেটার চাইবে, আবার সুযোগ আসুক। তখন অর্শদীপ নিজের ক্ষমতা দেখিয়ে দেবে।'
ভাজ্জি টুইটারে লিখেছেন, 'তরুণ অর্শদীপের সমালোচনা করা বন্ধ করুন কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যাচ ফেলে না। আমরা আমাদের ছেলেদের জন্য গর্বিত। পাকিস্তান আরও ভাল খেলেছে।' প্রাক্তন অফ স্পিনার তিনি আরও লিখেছেন, 'লজ্জিত এই ধরনের মানুষের জন্য যারা এই প্ল্যাটফর্মে অর্শ এবং দলকে নিয়ে খারাপ কথা বলে আমাদের নিজেদের ছেলেদের ছোট করছে। অর্শ হল সোনা।'
Stop criticising young @arshdeepsinghh No one drop the catch purposely..we are proud of our boys .. Pakistan played better.. shame on such people who r putting our own guys down by saying cheap things on this platform bout arsh and team.. Arsh is GOLD
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 4, 2022
ক্যাচ ফেলে দেওয়ার 'অপরাধ'-এর জন্য এক শ্রেণির নেটিজেনরা তাঁকে অপমান করছেন। অর্শদীপের সঙ্গে নাকি খালিস্তানিদের যোগাযোগ আছে! এমন কটাক্ষ করে তাঁকে বিদ্ধ করা হচ্ছে। তবে যাবতীয় ট্রোলিং-কে পাত্তা দিতে রাজি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমন খারাপ অবস্থা কাটিয়ে অর্শদীপ কীভাবে ফিরে আসেন এবং কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি সংস্থা এই বিতর্কিত ইস্যু নিয়ে কেমন উদ্যোগ নেয় সেটাই দেখার। তবে সচিন কিন্তু তরুণকে বিশেষ বার্তা দিয়ে রাখলেন।