কুম্বলে কোচ হওয়ার পর গ্রেগ চ্যাপেল কী বললেন?

তিনি গ্রেগ চ্যাপেল। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং কোচ। কিন্তু গত কয়েক বছরে হালটা এমন দাঁড়িয়েছে যে, ভারতীয় ক্রিকেট মানে, গ্রেগ চ্যাপেল আছেনই।

Updated By: Jun 27, 2016, 03:05 PM IST
কুম্বলে কোচ হওয়ার পর গ্রেগ চ্যাপেল কী বললেন?

ওয়েব ডেস্ক: তিনি গ্রেগ চ্যাপেল। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং কোচ। কিন্তু গত কয়েক বছরে হালটা এমন দাঁড়িয়েছে যে, ভারতীয় ক্রিকেট মানে, গ্রেগ চ্যাপেল আছেনই।

আরও পড়ুন  ম্যাককালামের সর্বকালের সেরা একাদশে নেই ধোনি কিংবা বিরাট!

তাই ভারতের নতুন কোচ নিযুক্ত হওয়ার পর গ্রেগ চ্যাপেল মুখ খুলবেন না, হয় নাকি কখনও! প্রাক্তন ভারতীয় দলের কোচ গ্রেগ অবশ্য অনিল কুম্বলে ভারতীয় দলের কোচ হওয়ায় বেশ খুশি। স্বাগতই জানিয়েছেন কুম্বলের কোচ হওয়াকে। কিন্তু এমন দিনেও ভারতীয় দলের সেইসময়ের ক্রিকেটারদের তুলোধনা করতে ছাড়েননি এই ৬৭ বছর বয়সী কোচ। তিনি বলেছেন, 'যদি সেই সময় ভারতীয় দলের বাকি ক্রিকেটাররা রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলের মতো হতো তাহলে ভারতীয় দলকে হারানো অসম্ভব হতো। কিন্তু সেই সময় মোটেও সেটা হয়নি। দলে ছিল একঝাঁক আত্মকেন্দ্রীক ক্রিকেটার।'

আরও পড়ুন  অনিল কুম্বলেকে কোচ হিসেবে চাননি বিরাট কোহলিরা!

.