Gujarat Titans, IPL Final 2022: হুড খোলা বাসে আহমেদাবাদ মাতাল Hardik-এর বিজয়ী দল, ভিডিও ভাইরাল
চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) পর গুজরাত টাইটান্স (Gujarat Titans) হল দ্বিতীয় দল যারা ঘরের মাঠে খেতাব জিতে নজির গড়ল। ২০১১ সালে চিপক স্তেদিয়ামে ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সিএসকে (CSK)। এ বার ১১ বছর পর সেই মুহূর্ত ফিরে এল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দলের হাত ধরে।
নিজস্ব প্রতিবেদন: রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ফাইনালে সাত উইকেটে হারানোর পর থেকেই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দলের ঘুম উধাও! স্টেডিয়াম থেকে দল পার্টি সেরে টিম হোটেলে ফিরেছিল ভোরের দিকে। এরপর বেলা গড়াতেই পুরো গুজরাত দল মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র ভাই প্যাটেলের (Bhupendrabhai Patel) সঙ্গে দেখা করতে চলে গিয়েছিল।
আর এরপর শুরু হল আইপিএল জয়ীদের (IPL 2022 Winners) আসল সেলিব্রেশন। সোমবার বিকেল হতেই পুরো দল জড়ো হয়েছিল আহমেদাবাদের বিখ্যাত উসমানপুরা রিভারফ্রন্টে। সেখান থেকে হুড খোলা বাসে চেপে ডেভিড মিলার-রশিদ খানরা ঘুরে বেড়ালেন বিশ্বকুঞ্জ রিভারফ্রন্ট পর্যন্ত। আইপিএল জয়ীদের কাছ থেকে দেখার জন্য সাধারণ মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
সেই বিশেষ বাস যাত্রার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করলেন দুই ওপেনার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ও শুভমন গিল (Shubhman Gill)। সেই ভিডিওতে চোখ রাখলে দেখা যাচ্ছে রাস্তার দুই ধারে শুধু কালো মাথার সমাহার। কাতারে কাতারে মানুষ প্রিয় ক্রিকেটারদের স্বাগত জানাচ্ছেন। ইংরেজি ও গুজরাতি গানের সঙ্গে নাগাড়ে বেজেই যাচ্ছে ঢাক-ঢোল। সেটা শোনার পর থেকে আবেগ চেপে রাখতে পারছিলেন না দলের একাধিক বিদেশি ক্রিকেটার।
চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) পর গুজরাত হল দ্বিতীয় দল যারা ঘরের মাঠে খেতাব জিতে নজির গড়ল। ২০১১ সালে চিপক স্তেদিয়ামে ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সিএসকে (CSK)। এ বার ১১ বছর পর সেই মুহূর্ত ফিরে এল হার্দিকদের হাত ধরে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ১ লাখ ৪ হাজার ৮৫৯ জনের সামনে আবির্ভাবেই ট্রফি জয়ের স্বাদ পেল গুজরাত। ফলে ক্রিকেটারদের মধ্যে বাড়তি আবেগ তো কাজ করবেই।
আরও পড়ুন: Hardik Pandya, IPL Final 2022: Mumbai Indians-এর ব্রাত্য Hardik এখন Gujarat Titans-এর ইতিহাস লিখলেন
আরও পড়ুন: Wriddhiman Saha, IPL Final 2022: ট্রফি জিতেই নিন্দুকদের বিরুদ্ধে গর্জে উঠলেন ঋদ্ধি
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)