বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের পরাজয়ের পর থেকেই রোহিতকে নিয়ে সমালোচনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইসিসি বিশ্ব টেস্ট ফাইনাল (WTC Final 2023) থেকে শুরু করে এশিয়া কাপ (Asia Cup 2023)। সঙ্গে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC WT20 2022) ব্যর্থতা তো আছেই। ক্রিকেট পণ্ডিতরা টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে (Rohit Sharma) আর দেখতে রাজি নন। সুনীল গাভাসকরও (Sunil Gavaskar) রোহিতের নেতৃত্বে হতাশই হয়েছেন। এমন পরিস্থিতিতে হিটম্যানের পাশে দাঁড়াচ্ছেন হরভজন সিং (Harbhajan Singh)।
রোহিতের পাশে দাঁড়িয়েছেন ভাজ্জি। তিনি বলেছেন, "রোহিতকে সমালোচনা করা হচ্ছে। ক্রিকেট দলগত খেলা। একা একজনের পক্ষে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভবই নয়। বাকিরা কী করছিল?"
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের পরাজয়ের পর থেকেই রোহিতকে নিয়ে সমালোচনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হরভজন যোগ করেছেন, "টেস্ট ফাইনালে টিম ইন্ডিয়া ভালো করতে পারেনি। সেই ফাইনাল নিয়ে আলোচনা চলতেই পারে। ওই হার থেকেও বেরিয়ে আসতে হবে। তবে একা রোহিতকে সমালোচনা করা ঠিক নয়। ও রান পাচ্ছে না, নেতৃত্ব ভালো দিতে পারেনি, এভাবে রোহিতের সমালোচনা করা উচিত নয়। আমার মতে, রোহিত শর্মা দুর্দান্ত অধিনায়ক।”
এই পরিস্থিতিতে রোহিতের উপরে আস্থা রাখা উচিত বলে মনে করেন হরভজন। তাঁর ফের প্রতিক্রিয়া, "আমি রোহিতের সঙ্গে খেলেছি। ওকে খুব কাছ থেকে দেখেছি। মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুম এবং ভারতীয় দলের সাজঘরে রোহিতকে শ্রদ্ধা করা হয়। ফলে সাম্প্রতিক ফলাফলের উপরে ভিত্তি করে রোহিতকে বিচার করাটা ঠিক হবে না। অধিনায়ক ও ব্যাটার হিসেবে রোহিত নিশ্চয়ই ভালো করবে। ওর উপরে বিশ্বাস রাখতে হবে। ভুলভ্রান্তি তুলে না ধরে রোহিতকে সমর্থন করা উচিত বলেই আমি মনে করি।"
IND
(62.1 ov) 192 (112.3 ov) 387
|
VS |
ENG
00(0 ov) 387(119.2 ov)
|
Full Scorecard → |
AUS
(29 ov) 99/6 (70.3 ov) 225
|
VS |
WI
143(52.1 ov)
|
Full Scorecard → |
BRN
(19 ov) 89
|
VS |
TAN
90/0(10.1 ov)
|
Tanzania beat Bahrain by 10 wickets | ||
Full Scorecard → |
GER
(20 ov) 219/7
|
VS |
MAW
182/7(20 ov)
|
Germany beat Malawi by 37 runs | ||
Full Scorecard → |
GER
(18.4 ov) 140
|
VS |
TAN
146/5(16.5 ov)
|
Tanzania beat Germany by 5 wickets | ||
Full Scorecard → |