রিফ্লেক্সের সঙ্গে দৃষ্টিশক্তিও কমছে! কোহলিকে ফর্মে ফেরার টোটকা দিলেন কপিল
নিউ জিল্যান্ড সফরে ফর্মের ধারে কাছে পাওয়া যায়নি বিরাট কোহলিকে।
নিজস্ব প্রতিবেদন: নিউ জিল্যান্ড সফরে অফ ফর্মে ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের ব্যাটে রান নেই। ১১ ইনিংসে মাত্র একটা হাফ সেঞ্চুরি। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান খুইয়েছেন বিরাট কোহলি। কোথায় গলদ? বয়স বাড়ছে, রিফ্লেক্স কমছে... তাই বেশি করে অনুশীলন করুন। এমনটাই বিরাট কোহলিকে পরামর্শ দিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব।
নিউ জিল্যান্ড সফরে ফর্মের ধারে কাছে পাওয়া যায়নি বিরাট কোহলিকে। তিনটি ফরম্যাটে এগারোটি ইনিংসে মাত্র একটি অর্ধশতরান করেছেন কোহলি। নিউ জিল্যান্ড সফরে ১১ ইনিংসে বিরাট কোহলির রান ২১৮ (চারটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ান ডে, দুটি টেস্টের চারটে ইনিংস)। দুই টেস্টে বিরাট কোহলি করেছেন মাত্র ৩৮। ব্যাটিং গড় ৯.৫০। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান খুইয়েছেন তিনি। বর্তমানে দুই নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক। ব্যাড প্যাচ কাটিয়ে কোহলিকে ফর্মে ফেরার টোটকা দিলেন কপিল দেব।
প্রাক্তন ভারত অধিনায়কের দাবি, বয়স বাড়লে রিফ্লেক্স কমে যায়। কপিল বলেন, " একটা বয়সে পৌঁছানোর পর অর্থাত্ ৩০ এর কোটা পেরোনর পর দৃষ্টিশক্তি কমতে থাকে। আগে যে সব বলে কোহলি চার মারতেন, সেই সব বলে এখন আউট হচ্ছে। যখন বড় ক্রিকেটাররা ইন সুইং ডেলিভারিতে বোল্ড অথবা এলবিডব্লিউ হন, তখন বুঝে নিতে হবে রিফ্লেক্সের সঙ্গে দৃষ্টিশক্তিও কমছে। সেক্ষেত্রে আরও বেশি অনুশীলনের মাধ্যমে ব্যাটিং টেকনিককে আরও মজবুত করতে হবে।"
আরও পড়ুন - ক্রিকেট সমর্থকদের জন্য বড় সুখবর, মাস দুয়েকের মধ্যে অবসর ভেঙে ফিরছেন এবি ডিভিলিয়ার্স