I LEAGUE 2019-20: আইজলের বিরুদ্ধে নামার আগে ধাক্কা লাল-হলুদ শিবিরে, চোট পেলেন গুরুত্বপূর্ণ ফুটবলার

শুক্রবার কল্যাণীতে আইজল ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল শিবির।

Reported By: সুশোভন মুখোপাধ্যায় | Edited By: সুখেন্দু সরকার | Updated By: Feb 6, 2020, 04:02 PM IST
I LEAGUE 2019-20: আইজলের বিরুদ্ধে নামার আগে ধাক্কা লাল-হলুদ শিবিরে, চোট পেলেন গুরুত্বপূর্ণ ফুটবলার

নিজস্ব প্রতিবেদন:  খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। কোলাডো-ক্রেস্পিদের ব্যর্থতার মধ্যেই লাল-হলুদ সমর্থকদের ভরসা দিচ্ছিলেন একমাত্র হুয়ান মেরা। আইজল ম্যাচের আগে অনুশীলনে চোট পেলেন সেই হুয়ান মেরা গঞ্জালেস।  

বৃহস্পতিবার অনুশীলনে ডান পায়ের গোড়ালিতে চোট পান লাল-হলুদের এই উইঙ্গার। তবে চোট অবশ্য গুরুতর নয়। অনুশীলনের পর হুয়ান মেরা নিজেও বলেন, তার কোনও অসুবিধা হচ্ছে না।

শুক্রবার কল্যাণীতে আইজল ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল শিবির। লাল-হলুদ কোচ মারিও মনে করেন, এখনও লিগের খেতাবি লড়াইয়ে রয়েছে তাঁর দল। অ্যারোজ ম্যাচে লাল কার্ড দেখায় আইজলের বিরুদ্ধে ম্যাচে নেই মার্কোস। তাতে বরং স্বস্তিই পাচ্ছেন লাল-হলুদ সমর্থকেরা। শুক্রবার শুরু থেকেই খেলবেন ক্রোমা। কুঁচকির চোট সারিয়ে দলে ফিরছেন কাসিম। রক্ষণে আসির আখতারের বদলে শুরু থেকে খেলতে পারেন মেহতাব সিং। রাইট ব্যাকে প্রথম থেকেই সামাদকে খেলানোর ভাবনা মারিওর।

পরিস্থিতি যা তাতে আইজল ম্যাচই ক্রেস্পির কাছে একরকম লাস্ট চান্স। সূত্রের খবর, ইতিমধ্যেই ক্রেস্পির বদলি খুঁজে ফেলেছে ইস্টবেঙ্গল। শুক্রবার ব্যর্থ হলে হাতে ফ্লাইটের টিকিটও ধরিয়ে দেওয়া হতে পারে। আতসকাচের নীচে রয়েছেন কোলাডোও। টানা হারে দলের মনোবল একেবারে তলানিতে। লিগ টেবিলে দশ নম্বরে থাকা পাহাড়ি দলটার বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাস ফেরানোই লক্ষ্য লাল-হলুদ ব্রিগেডের।

আরও পড়ুন - সুপার সিরিজ নিয়ে জরুরি আলোচনা করতে ইংল্যান্ডে সৌরভ

.