লোকসভা নির্বাচনে জয়পুর গ্রামীণ কেন্দ্রে দুই অলিম্পিয়ানের দ্বৈরথ!

গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেই দেশের ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন রাজ্যবর্ধন রাঠোর।

Updated By: Apr 3, 2019, 09:40 PM IST
লোকসভা নির্বাচনে জয়পুর গ্রামীণ কেন্দ্রে দুই অলিম্পিয়ানের দ্বৈরথ!

নিজস্ব প্রতিবেদন :  আসন্ন লোকসভা নির্বাচনে এবার দুই অলিম্পিয়ানের দ্বৈরথ। জয়পুর গ্রামীণ কেন্দ্রে মুখোমুখি হচ্ছেন রাজ্যবর্ধন রাঠোর আর কৃষ্ণা পুণিয়া। রাজনীতির আঙিনায় দুই অলিম্পিয়ানের লড়াই ঘিরে পারদ চড়তে শুরু করে দিয়েছে।

জয়পুর গ্রামীন লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন কৃষ্ণা পুনিয়া। আর গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেই দেশের ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন রাজ্যবর্ধন রাঠোর। এবারও বিজেপির হয়ে জয়পুরে গ্রামীন লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন তিনি। রাঠোর আর পুনিয়া দুজনেই রাজনীতিতে পা রাখেন ২০১৩ সালে। সেই বছর বিধানসভা নির্বাচনে হেরে যান কৃষ্ণা পুনিয়া। তবে গত ডিসেম্বরে সাদুলপুরা বিধানসভা কেন্দ্রে জয়ী হন তিনি।

অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে দেশকে প্রথম রূপো এনে দিয়েছিলেন শুটার রাজ্যবর্ধন রাঠোর। অন্যদিকে ডিসকাস থ্রোয়ার পুনিয়া ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ষষ্ঠ হয়েছিলেন। 

আরও পড়ুন - পাকিস্তানে আইপিএল সম্প্রচার বন্ধ, নতুন অজুহাত দিলেন পাক মন্ত্রী

.