IND vs PAK, Asia Cup 2022: 'আমার সঙ্গে কথা বলবে?' কেন জাদেজাকে এমন প্রশ্ন করলেন মঞ্জরেকর!

IND vs PAK, Asia Cup 2022: ২০১৯ সালের একদিনের বিশ্বকাপের সময়ে জাদেজাকে 'বিটস অ্যান্ড পিসেস' খেলোয়াড় হিসাবে কটাক্ষ করেছিলেন মঞ্জরেকর। তাঁকে পালটা জবাব দিয়েছিলেন জাদেজাও। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বাঁ হাতি জাদেজা।  

Updated By: Aug 29, 2022, 11:02 PM IST
IND vs PAK, Asia Cup 2022: 'আমার সঙ্গে কথা বলবে?' কেন জাদেজাকে এমন প্রশ্ন করলেন মঞ্জরেকর!
মুহূর্ত। খুব কাছাকাছি সঞ্জয় মঞ্জরেকর ও রবীন্দ্র জাদেজা।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2022) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ১৪৮ রানের টার্গেট তাড়া করতে গিয়ে একসময়ে চাপে পড়ে গিয়েছিল ভারত (Team India)। পরপর উইকেট হারিয়ে সহজ ম্যাচ কঠিন করে ফেলেন ভারতীয় ব্যাটাররা। সেই সময় জুটি বেঁধে ম্যাচের হাল ধরেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। শেষ ওভারে আউট হয়ে গেলেও ম্যাচ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাড্ডু। ২৯ বলে ৩৫ রান করেন তিনি। এরপর ম্যাচ শেষে তাঁকে সঞ্জয় মঞ্জরেকরের (Sanjay Manjrekar) মুখোমুখি হতে হল। ২০১৯ সালের একদিনের বিশ্বকাপের সময়ে জাদেজাকে 'বিটস অ্যান্ড পিসেস' খেলোয়াড় হিসাবে কটাক্ষ করেছিলেন মঞ্জরেকর। তাঁকে পালটা জবাব দিয়েছিলেন জাদেজাও। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বাঁ হাতি জাদেজা।  

২০১৯ সালের বিশ্বকাপ চলাকালীন জাদেজাকে আক্রমণ করে মঞ্জরেকর বলেছিলেন, 'ও আসলে অর্ধেক ক্রিকেটার, কোনও কাজটাই ঠিকঠাক পারে না' তাঁর এই মন্তব্যের তুমুল সমালোচনা হয় নেটদুনিয়ায়। এ হেন কটাক্ষের জবাব দেন জাড্ডুও। তিনি বলেন, 'অর্ধেক খেলোয়াড় হয়েও আপনার দ্বিগুণ সংখ্যক ম্যাচ খেলেছি। এখনও সসম্মানে খেলে যাচ্ছি। অন্য কেউ যদি সাফল্য পেয়ে থাকে, তাঁকে সম্মান করতে শিখুন। আপনার ভার্বাল ডায়েরিয়া শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি।'   

আরও পড়ুন: Virat Kohli, IND vs PAK : ম্যাচ হেরে চিরপ্রতিদ্বন্দ্বী কোহলির জার্সিতে সই নিলেন পাক পেসার, ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: Virat Kohli, IND vs PAK : 'কিং কোহলি', হার্দিকের সঙ্গে দেখা করলেন ভাইরাল ভিডিয়োর নায়ক, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল

এহেন তিক্ত অভিজ্ঞতার পরে প্রকাশ্যে দু’জনকে কথা বলতে দেখা যায়নি। কিন্তু পেশাগত বাধ্যবাধকতার কারণেই ভারত-পাক ম্যাচের পরে তাঁদের মুখোমুখি হতে হল। তখনই সঞ্জয় বলেন, 'আমার সঙ্গে এখন রয়েছেন জাদেজা। প্রথমে প্রশ্ন করতে চাই, আমার সঙ্গে কথা বলতে তোমার কোনও অসুবিধা নেই তো জাড্ডু?' পুরনো অভিজ্ঞতার কথা টেনে আনেননি জাড্ডুও। তিনি হাসিমুখেই মঞ্জরেকরকে উত্তর দেন, 'হ্যাঁ অবশ্যই। কথা বলতে কোনও সমস্যা নেই।' এরপরে দু’ জনেই হেসে ওঠেন। তাঁদের কথোপকথনের এই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.