নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় ভারতের

নিজস্ব প্রতিনিধি : তিন ম্য়াচের বেসরকারী ওয়ান-ডে সিরিজে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় এ দল। মাউনগানুইয়ে সিরিজের তৃতীয় ম্যাচে ভারতীয় দল জিতল ৭৫ রানে। যদিও সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে দেখার ছিল, ভারতীয় এ দল নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারে কি না। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই সিরিজ জিতে নিলেন মণীশ পাণ্ডেরা। 

আরও পড়ুন-  মিতালি-হরমনপ্রীতদের কোচ বেছে নেবেন কপিল দেবরা

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারতীয় এ দল। ৮ উইকেটে ৭৫ রান তোলে ভারত৷ ওপেনার আমমোলপ্রীত সিং ৭১ রান করেন৷ জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড-এ ৪৪.২ ওভারে ২০০ রানে অলআউট হয়৷ সেফার্ত একা লড়াই চালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শেষমেশ তিনি থামেন ৫৫ রানে। ভারতের সিদ্ধার্থ কউল একাই চার উইকেট নিয়ে নিউিজল্যান্ড টপ-অর্ডারের কোমর ভেঙে দিয়েছিলেন। দুই উইকেট নিয়েছেন কে গোথাম। এই ম্যাচে রান পাননি ভারতের ক্যাপ্টেন মণীশ পান্ডে। মাত্র ৫ রান করেন তিনি৷  ভারতের দুই ওপেনার ঈশান কিষান ও আমোলপ্রীত সিং নির্ভরযোগ্য শুরু করেছিলেন। কিন্তু ঈশান ৩৯রানে আউট হলে সাময়িক ছন্দপতন হয়। এর পর শ্রেয়স আইয়ার (২৩) ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। তিনি ফিরতেই অঙ্কিত বাওয়ানে ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বিজয় শঙ্কর ৪৩ বলে ৪২। রান পাননি ক্রুণাল পান্ডিয়া৷ ২৯ বলে ৩১ রানের প্রয়োজনীয় ইনিংস খেলেন অক্ষর প্যাটেল।

আরও পড়ুন-  অনুষ্কা কীভাবে তাঁর জীবন পাল্টে দিয়েছেন, গিলক্রিস্টকে শোনালেন বিরাট

সেফার্ত ছাড়া মিচেল (৩০) ও রাদারফোর্ড (২৭) কিছুটা লড়াই চালানোর চেষ্টা করেছিলেন৷ বাকি ব্যাটসম্য়ানরা কেউই তেমন উল্লেখযোগ্য রান করতে পারেননি। সিদ্ধার্থ কউল নিয়মিত হারে উইকেট ফেলে কিউয়িদের ক্রমাগত চাপে রাখতে থাকেন। ৩৭ রান দিয়ে তিনি ৪টি উইকেট নেন৷ 

English Title: 
India A defeats New Zealand by 75 runs and win the series
News Source: 
Home Title: 

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় ভারতের

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় ভারতের
Yes
Is Blog?: 
No
Section: