WTC Final এখন অতীত, সামনে IND VS ENG, ক্যাপ্টেন Kohli মগ্ন ওয়েট ট্রেনিংয়ে

ইনস্টাগ্রামে ডেডলিফট করার ভিডিয়ো পোস্ট করেছেন কোহলি। 

Updated By: Jul 6, 2021, 09:08 PM IST
WTC Final এখন অতীত, সামনে IND VS ENG, ক্যাপ্টেন Kohli মগ্ন ওয়েট ট্রেনিংয়ে

নিজস্ব প্রতিবেদন: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (ICC World Test Championship Final) এখন অতীত। নিউজিল্যান্ডের কাপ যুদ্ধ হারের জ্বালা ভুলে বিরাট কোহলির (Virat Kohli) এখন ফোকাস আসন্ন ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে। ব্রিটিশ বধের প্রস্তুতিতে বিরাট মগ্ন। জিমে ওয়েট ট্রেনিং করে নিজেকে মহারণের জন্য প্রস্তুত করছেন ক্যাপ্টেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে ডেডলিফট করার ভিডিয়ো পোস্ট করেছেন কোহলি। এক ঘণ্টায় ১০ লক্ষ অনুরাগী সেই ভিডিয়ো দেখেও নিয়েছেন। 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

আরও পড়ুন: WTC Final: টিভি-তে ৯৯ মিলিয়ন মানুষ দেখেছেন খেলা! Kohli-Kane দ্বৈরথে রেকর্ড দর্শক

বিশ্বের অন্যতম ফিট অ্যাথলিটদের মধ্যে একজন বিরাট। তাঁর ডায়েট ও ফিটনেস রুটিনে কোনও 'চিট-ডে' নেই। বছরের পর বছর ঘণ্টার পর ঘণ্টা জিমে পড়ে থেকে ইস্পাতের মতো নিজের শরীর গড়ে তুলেছেন বিরাট। তাঁর এই ফিটনেস নিয়ে পাগলামি গোটা ভারতীয় দলের মধ্যে প্রবাহিত হয়েছে। আজ টিম ইন্ডিয়া বিশ্বের অন্যতম ফিট ক্রিকেট টিম। যাঁর নেপথ্যে অবশ্যই কিং কোহলি। কোহলি বারবার নিজের জিম সেশনের ভিডিয়ো পোস্ট করেন সোশ্যালে। যা তাঁর ফ্যানেদের কাছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এদিনের ভিডিয়োতেও লাইক আর কমেন্টে বন্যা বয়ে যাচ্ছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.