নেপালের কাছে হেরেও সাফের শেষ চারে ভারত

সাফ কাপে গ্রুপ লিগের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে গেল ভারত। কোভারম্যান্সের দলকে আয়োজক দেশ নেপাল হারাল ২-১ গোলে। তবে হারলেও ভাগ্যের জোরে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠল ভারত। পয়েন্ট সমান থাকা সত্ত্বেও গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারানোয় সেমিফাইনালে উঠল ভারত। গ্রুপ এ-তে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থাকল নেপাল (৩ ম্যাচ ৭ পয়েন্ট)। ভারত (৩ ম্যাচে ৪ পয়েন্ট) , পাকিস্তান (৩ ম্যাচে ৪ পয়েন্ট) একই অবস্থায়, এমনকী প্রতিবেশী দুই দলের গোল পার্থক্যের হিসাবও সমান। হারের ঘায়ে নুনের ছিটের মত খবর, সেমিফাইনালে খেলতে পারবেন না সুনীল ছেত্রী। সেমিফাইনালে ভারতের সমানে মালদ্বীপ অথবা আফগানিস্তান।

Updated By: Sep 5, 2013, 05:38 PM IST

নেপাল (২) ভারত (১)
সাফ কাপে গ্রুপ লিগের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে গেল ভারত। শরথ রঙ্গসালা স্টেডিয়ামে কোভারম্যান্সের দলকে আয়োজক দেশ নেপাল হারাল ২-১ গোলে। তবে হারলেও ভাগ্যের জোরে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠল ভারত। পয়েন্ট সমান থাকা সত্ত্বেও গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারানোয় সেমিফাইনালে উঠল ভারত। গ্রুপ এ-তে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থাকল নেপাল (৩ ম্যাচ ৭ পয়েন্ট)। ভারত (৩ ম্যাচে ৪ পয়েন্ট) , পাকিস্তান (৩ ম্যাচে ৪ পয়েন্ট) একই অবস্থায়, এমনকী প্রতিবেশী দুই দলের গোল পার্থক্যের হিসাবও সমান। হারের ঘায়ে নুনের ছিটের মত খবর, সেমিফাইনালে খেলতে পারবেন না সুনীল ছেত্রী। সেমিফাইনালে ভারতের সমানে মালদ্বীপ অথবা আফগানিস্তান।
এদিনের ম্যাচের ৯০ মিনিট ভারত ০-২ গোলে পিছিয়ে ছিল। ম্যাচের ইনজুরি টাইমে গোলের ব্যবধান কমান রবিন সিং। ম্যাচের ৭০ মিনিটে অনিল গুরুংয়ের গোলে এগিয়ে যায় আয়োজক দেশ। ১০ মিনিট বাদে ব্যবধান বাড়ান জুমানু রাই। দর্শকভরা গ্যালারিতে কোভারম্যান্সের দলের খেলা ছিল হতশ্রী। ভারতীয় ফুটবলে কর্পোরেট সংস্থাগুল যে স্বপ্ন দেখাচ্ছে, কোভারম্যান্স যেন সবকিছু বিসর্জন দিতে উঠে পড়ে লেগেছেন। গত ম্যাচেও বাংলাদেশের কাছে কোনওরকমে হারতে হারতে বেঁচে গিয়েছিল ভারত। আজ শেষরক্ষা হল না। পাকিস্তান এদিন বাংলাদেশকে হারায় ২-১ গোলে।
প্রতিযোগিতার প্রথম ম্যাচে একেবারে শেয মুহূর্তে আত্মঘাতী গোলে পাকিস্তানকে হারায় ভারত। সেই আত্মঘাতী গোলটাই ভারতকে বড় লজ্জা থেকে বাঁচিয়ে দিল। অবশ্য একশো কুড়ি কোটির দেশে নেপালের কাছে হারছে এ লজ্জাও বা কম কিসের!

.