ইংল্যান্ডের লেজ মুড়োতে কালঘাম ছুটল বিরাট বাহিনীর
পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট ইংল্যান্ড।
নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের লেজ ছাঁটতে ফের গলদঘর্ম টিম ইন্ডিয়া। প্রথম দিনেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। দিনের শেষে স্কোর ছিল ১৯৮। সেখান থেকে ২২৫ রানে অনায়াসে জোট রুট বাহিনীকে অল আউট করার সুযোগ ছিল। কিন্তু ভারতীয়দের আশায় জল ঢাললেন বাটলার। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ৩৩২ রানে।
ভারতীয় বোলিংয়ের পুরনো রোগ আর সারল না। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচেও ইংল্যান্ডের লেজ মুড়োতে গিয়ে একশোর বেশি রান দিয়ে ফেললেন ইশান্ত-সামিরা। প্রথম দিনে ১৯৮ রানে ৭ উইকেট খুঁইয়েছিল ইংল্যান্ড। শুরুতে আদিল রশিদের উইকেট হারায় তারা। তখন স্কোর ২১৪। এরপর টেলএন্ডার স্টুয়ার্ট ব্রডকে সঙ্গী করে ইনিংস টানতে থাকেন জোস বাটলার। তাঁদের যুগলবন্দিতে ওঠে ৯৮ রান। তিনশো রানের গণ্ডি পার করে ইংলিশরা। ব্যক্তিগত ৮৯ রানের মাথায় জাডেজার শিকার হন জোস বাটলার।
চতুর্থ টেস্টেও স্যাম কারন দলের স্কোর ২৪৬ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় স্টেটে তো একশোরও কম রানে ইংল্যান্ডের গুটিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু হাল ধরেন সেই স্যাম কারান। আর এদিন ইংল্যান্ডের নায়ক জোস বাটলার। ইংল্যান্ডের টপ অর্ডারকে নাড়িয়ে দিতে পারলেও টেলএন্ডারদের কাবু করতে ব্যর্থ হচ্ছেন ভারতীয় বোলাররা। আর সেটাই হয়ে দাঁড়াচ্ছে ম্যাচের এক্স ফ্যাক্টর। এদিনও জোস বাটলার ও স্টুয়ার্ট ব্রডের ৯৮ রান ম্যাচে ফারাক গড়ে দিতে পারে।
পঞ্চম ম্যাচে সিরিজে প্রথম সুযোগ পেয়েই কামাল করেছে রবীন্দ্র জাডেজা। ঠিকঠাক জায়গায় বল রাখতে পেরেছেন এই বাঁ হাতি স্পিনার। ৩০ ওভার হাত ঘুরিয়ে ৪টি উইকেট তুলেছেন জাড্ডু। ব্রড ও বাটলারকে ফেরান তিনিই। ৩টি করে উইকেট নিয়েছে ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ।
ব্যাটিংয়ে নেমে এদিনও ব্যর্থ হয়েছেন শিখর ধবন। শুরুতেই ব্রডের ভিতরে আসা বল তাঁর পা খুঁজে নেয়। মাত্র ৩ রানে আউট হন ধবন। এই সিরিজে ওপেনাররা হতাশ করছে ভারতকে। অস্ট্রেলিয়া সফরে ধবনের প্রথম একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠবেই। পৃথ্বী শাহকে সুযোগ দেওয়ার দাবি জোরাল হবে বলেই মনে করা হচ্ছে।