ইন্দো-পাক মহারণ : টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমি-ফাইনালের লড়াইয়ে আমনে-সামনে ভারত-পাকিস্তান।

Updated By: Feb 4, 2020, 01:12 PM IST
ইন্দো-পাক মহারণ : টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক

  •  অনূর্ধ্ব-১৯ ভারত

     

     

  • অনূর্ধ্ব-১৯ পাকিস্তান

 

নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের মঞ্চে আবার ভারত-পাকিস্তান মেগা ফাইট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমি-ফাইনালের লড়াইয়ে আমনে-সামনে ভারত-পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক।

কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারে উঠেছে চারবারের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে শেষ আটের লড়াইয়ে পাকিস্তান হারিয়েছে আফগানিস্তানকে। আজকের মেগা ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামছে ভারত। তবে পাল্টা দিতে তৈরি পাক দল।

 

ভারতের প্রথম একাদশ : যশস্বী জসওয়াল, দিব্যানশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়ম গর্গ, ধ্রুব জুরেল, সিদ্ধেশ বীর,অথর্ব আনকোলেকর,রবি বিশনোই, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী,আকাশ সিং।

পাকিস্তানের প্রথম একাদশ: হাইদর আলি, মোহাম্মদ হুরাইরা, রোহিল নাজির, ফায়াদ মুনির, কাসিম আক্রম, মহম্মদ হ্যারিস, ইরফান খান, আব্বাস আফ্রিদি, তাহির হুসেন, আমির আলি, মহম্মদ আমির খান।

আরও পড়ুন - ICC U19 World Cup 2020: বিশ্বকাপে ইন্দো-পাক মহারণ, কখন, কোথায় দেখবেন Live; জেনে নিন

.