এলগার-ডি'ককের শতরানে পাল্টা লড়াই প্রোটিয়াদের, প্রত্যাবর্তনে পাঁচ উইকেট অশ্বিনের
প্রথম ইনিংসে ভারতের পাহাড় প্রমাণ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
নিজস্ব প্রতিবেদন : বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে ওপেনার ডেন এলগার ও উইকেটকিপার কুইন্টন ডি'ককের শতরান পাল্টা লড়াই ছুঁড়ে দেয় ভারতকে। তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩৮৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে ৫০২ রান তুলে ভারত প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়।
That will be stumps on Day 3. 5 wickets for Ashwin, centuries from Elgar & de Kock - SA 385/8 #TeamIndia #INDvSA @Paytm pic.twitter.com/9mCCQXAryu
— BCCI (@BCCI) October 4, 2019
প্রথম ইনিংসে ভারতের পাহাড় প্রমাণ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের সকালে তেম্বা বভুমাকে ১৮ রানে ফেরালেন ইশান্ত শর্মা। এরপর অধিনায়ক ফাফ দু'প্লেসিকে সঙ্গে নিয়ে জুটি বাঁধেন ডেন এলগার। ৫৫ রান করেন দু'প্লেসি। ২৮৭ বলে ১৬০ রানের দুরন্ত ইনিংস খেলেন ডেন এলগার। দুরন্ত সেঞ্চুরি করলেন কুইন্টন ডি'কক। ১৬৩ বলে ১১১ রান করেন তিনি। ঘরের মাঠে টেস্ট দলে ফিরেই ৫ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। এলগারের উইকেট তুলে নিতেই টেস্ট ক্রিকেটে বাঁ হাতি বোলার হিসেবে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার নজির গড়লেন স্যার জাদেজা। তৃতীয় দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ৩৮৫ রান রান তুলেছে প্রোটিয়ারা। এখনও ১১৭ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন - বিশাখাপত্তনমে বিশ্বরেকর্ড রবীন্দ্র জাদেজার