মধ্যাহ্নভোজনের আগেই দক্ষিণ আফ্রিকাকে থামাল ভারত
দক্ষিণ আফ্রিকা- ৩৩৫ অলআউট (মার্করাম- ৯৪, হাসিম আমলা ৮২, অশ্বিন- ৪/১১৩)
নিজস্ব প্রতিবেদন: মধ্যাহ্নভোজনের আগেই দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করল টিম ইন্ডিয়া। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৩৩৫ রানে অলআউট হল দক্ষিণ আফ্রিকা।
প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ২৬৯। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। বিপজ্জনক হতে থাকা হাসিম আমলাকে রান আউট করেন তিনি। শেষ ১ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকার ৩টি উইকেট পড়ে। তবে রবিবার সকালে ভারতকে কড়া লড়াইয়ে ফেলে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ৬৩ রানে তাঁকে প্যাভিলিয়নের পথ দেখান ইশান্ত শর্মা।
আরও পড়ুন- টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান হাঁকালেন ঋষভ পন্থ
Innings Break! South Africa all out for 335 (Markram 94, Amla 82; Ashwin 4/113) #SAvIND #FreedomSeries pic.twitter.com/EGkzljOSBv
— BCCI (@BCCI) January 14, 2018
ভারতের হয়ে ৪টি উইকেট তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ইশান্ত শর্মা নিয়েছেন ৩টি উইকেট। সেঞ্চুরিয়নের পিচ কেপটাউনের মতো নয়। খটখটে রোদে ব্যাটসম্যানবান্ধব পিচ। ফলে এই পিচে ভারতীয় ব্যাটসম্যানদের তেমন সমস্যায় পড়ার কথা নয় বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।