ছোটদের বিশ্বকাপের ফাইনালে ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ
দেশের মাটিতে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে খেলা হচ্ছে না বাংলাদেশের। বৃহস্পতিবার মীরপুরে সেমিফাইনালে বাংলাদেশকে ৩ উইকেট হারিয়ে বিশ্বকাপ জেতার একেবারে চূড়ান্ত লড়াইয়ে উঠে গেল ওয়েস্ট ইন্ডিজ। রবিবার ভ্যালেন্টাইন্স দিবসে ফাইনালের ভারতের ছোটদের মুখোমুখি হবে ক্যারিবিয়ান অনুর্ধ্ব ১৯ দল।
ওয়েব ডেস্ক: দেশের মাটিতে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে খেলা হচ্ছে না বাংলাদেশের। বৃহস্পতিবার মীরপুরে সেমিফাইনালে বাংলাদেশকে ৩ উইকেট হারিয়ে বিশ্বকাপ জেতার একেবারে চূড়ান্ত লড়াইয়ে উঠে গেল ওয়েস্ট ইন্ডিজ। রবিবার ভ্যালেন্টাইন্স দিবসে ফাইনালের ভারতের ছোটদের মুখোমুখি হবে ক্যারিবিয়ান অনুর্ধ্ব ১৯ দল।
আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বেশ উপভোগ্য হল। প্রথমে ব্যাট করে বাংলাদেশের ছোটরা করে ২৩০ রান। রান তাড়া করতে নেমে একটা সময় চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮১ রানের মধ্যে ৬ উইকেট পড়ে যাওয়া অবস্থায় ক্যারিবিয়ানদের দেখে মনে হচ্ছিল এবার হয়তো চারা চোক করবে। কিন্তু সেখান থেকে লারা, গেইলদের উত্তরসূরিরা চাপের মধ্যে থেকে ম্যাচ বের করে নিয়ে যায়। আর এর পিছনে সবচেয়ে বড় অবদান শামার স্প্রিংগারের (অপরাজিত ৬২ রান)।
ওয়েস্ট ইন্ডিজ চমক দিয়ে ফাইনালে উঠলেও প্রতিযোগিতায় পারফরম্যান্সের ভিত্তিতে রাহুল দ্রাবিড়ের দলই ফেভারিট।