বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে কী দল নিয়ে নামতে পারেন ধোনি
প্রথম ম্যাচ-১৫ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ পাকিস্তান, স্থান-অ্যাডিলেড ওভাল (অ্যাডিলেড)
বিশ্বকাপের চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করার পর এবার নজর প্রথম একাদশে। আর ৪০ দিন পর অ্যাডিলেড ওভালে গ্রুপ লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে ধোনিদের খেলতে হবে আরও বেশ কয়েকটি ওয়ানডে ম্যাচ, তারপর বিশ্বকাপের জন্য দুটি প্রস্তুতি ম্যাচ। ফলে এখনও সময় আসেনি কোনও এগারো জনকে নিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত খেলতে নামবে তা নিয়ে, তবে বর্তমান ফর্মের বিচারে প্রথম একাদশের একটা আগাম আভাস দেওয়া হল নিচে।
প্রথম একাদশে কাদের থাকা উচিত- আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, অক্ষর প্যাটেল, ভূবনেশ্বর কুমার, মহম্মদ সামি, ইশান্ত শর্মা।