INDvsNZ: Wriddhiman Saha-কে নিয়ে বড় আপডেট দিলেন Team India-র বোলিং কোচ

ঋদ্ধিমান সাহার জন্য অপেক্ষা করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। 

Updated By: Dec 1, 2021, 03:22 PM IST
INDvsNZ: Wriddhiman Saha-কে নিয়ে বড় আপডেট দিলেন Team India-র বোলিং কোচ
ঘাড়ের চোট উপেক্ষা করে কানপুরে জাত চিনিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কানপুর টেস্টে ঘাড়ের প্রবল ব্যাথা সহ্য করেও ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha। শোনা যাচ্ছে এখন অনেকটাই সুস্থ 'সুপারম্যান'। যদিও দক্ষিণ আফ্রিকা সফরের কথা মাথায় রেখে এই বঙ্গ উইকেটকিপারকে নিয়ে ধীরেচলো নীতি নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। তবে ঋদ্ধি যে দলের প্রথম পছন্দ সেটাও জানিয়ে দিলেন ভারতীয় দলের (Team India) বোলিং কোচ পারশ মামব্রে (Paras Mhambrey)। ৩ ডিসেম্বর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে নামবে বিরাট কোহলির (Virat Kohli) দল। সেই টেস্টে পাপালি গ্লাভস হাতে মাঠে নামেন কিনা সেটাই দেখার। 

বুধবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ঋদ্ধির চোটের প্রসঙ্গ এলে মামব্রে বলেন, "দরকারের সময় ঋদ্ধি যেভাবে ব্যাট হাতে লড়েছে, সেটা প্রশংসার যোগ্য। আমরা খেলার শুরুর আগে পর্যন্ত অপেক্ষা করতে চাই। পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ওই আমাদের প্রথম পছন্দ।" 

আরও পড়ুন: 83: Ranveer Singh-এর '83' নিয়ে উন্মাদনা থাকলেও, কেন আবেগতাড়িত 'Kapils Devils'?

কানপুরে ঘাড়ে চোট নিয়েও দ্বিতীয় ইনিংসে ৬১ রানে অপরাজিত ছিলেন ঋদ্ধি। কিন্তু কিপিংয়ের সময়ে অস্বস্থি অনুভব করায় তাঁর বদলি হিসেবে দুই ইনিংসে কে এস ভারতকে (KS Bharat) দেখা গিয়েছিল। ভারতের তিন স্পিনারের বিরুদ্ধে নজর কেরেছিলেন এই তরুণ উইকেটকিপার। তাছাড়া প্রথম ইনিংসে মাত্র ১ রানে আউট হওয়ার জন্য অনেকে ঋদ্ধির আন্তর্জাতিক কেরিয়ারে দাড়ি দেওয়ার কথাও বলেছিল। তবে সব কটাক্ষের জবাব ব্যাট হাতে দিয়েছিলেন পাপালি। যদিও দ্বিতীয় টেস্টের আগে তাঁকে নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। 

ঋদ্ধিমান ফিটনেসের দিকেও লক্ষ্য রাখছে টিম ম্যানেজমেন্ট। সেটা সাংবাদিক সম্মেলনে জানালেন মামব্রে। তিনি যোগ করেন, "ঋদ্ধির ফিটনেসের দিকে দলের ফিজিও নীতিন প্যাটেল ও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কড়া নজর রাখছে। অধিনায়ক বিরাট কোহলিও পুরো ব্যাপারটা জানে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।" 

এ দিকে মঙ্গলবার মুম্বইতে দুই দল পৌঁছে গেলেও, এ দিন বৃষ্টির জন্য অনুশীলনে বাতিল করে দিল ভারত ও নিউজিল্যান্ড। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.