এবিডি'র চোটে বিরাট সুবিধা ভারতের

বৃহস্পতিবার কিংসমিডে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের অভিযান শুরু করবে বিরাট ব্রিগেড। এবিডি'র মত স্তম্ভ না থাকায় একদিনের ম্যাচে ভারত তার ফায়দা তুলবে বলেই মনে করছে ক্রিকেট বোদ্ধাদের একাংশ। 

Updated By: Jan 31, 2018, 08:02 PM IST
এবিডি'র চোটে বিরাট সুবিধা ভারতের

নিজস্ব প্রতিবেদন: একদিনের সিরিজ শুরুর আগেই জোর ধাক্কা খেল প্রোটিয়রা। আঙুলের চোটের জেরে প্রথম তিন ম্যাচে পাওয়া যাবে না দক্ষিণ আফ্রিকার সবথেকে ধ্বংসাত্মক ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সকে। যদিও এবিডি-র পরিবর্ত হিসেবে কোনও ক্রিকেটারেরই নাম ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা। সূত্রের খবর, ডিভিলিয়ার্সের চোট সারতে সময় লাগবে দু'সপ্তাহ। পুরোপুরি ফিট হয়েই ভারতের বিরুদ্ধে শেষ তিনটি একদিনের ম্যাচে তাঁকে পাওয়া যাবে বলে আশাবাদী প্রোটিয়রা। 

আরও পড়ুন- বাঙালি হিসাবে দ্বিতীয় দ্রুততম টেস্ট সেঞ্চুরি মমিনুলের

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, "ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ডান হাতের তর্জনীতে চোট পান ডিভিলিয়ার্স। চোট সারিয়ে পুরোপুরি ফিট হতে দু'সপ্তাহ সময় লাগবে।" ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, "ভারতের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন ডিভিলিয়ার্স। ১০ ফেব্রুয়ারি বিডভেস্ট ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত হতে চলা গোলাপি বলের ওয়ানডে-তে তাঁকে পাওয়া যাবে বলেই আশাবাদী মেডিক্যাল দল।" 

আরও পড়ুন- গোটা দলের 'সুইসাইড', আমিরশাহির ম্যাচে গড়াপেটার গন্ধ পাচ্ছে আইসিসি

উল্লেখ্য, বৃহস্পতিবার কিংসমিডে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের অভিযান শুরু করবে বিরাট ব্রিগেড। এবিডি'র মত স্তম্ভ না থাকায় একদিনের ম্যাচে ভারত তার ফায়দা তুলবে বলেই মনে করছে ক্রিকেট বোদ্ধাদের একাংশ। 

খেলার আরও খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ১১টায়   

.