IPL 2020: প্লে-অফের লড়াইয়ে থাকতে আজ চেন্নাইয়ের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচ কেকেআরের

কলকাতার প্লে-অফের দৌড়ে পথের কাঁটা হতে পারে চেন্নাই।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Oct 29, 2020, 02:26 PM IST
IPL 2020: প্লে-অফের লড়াইয়ে থাকতে আজ চেন্নাইয়ের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচ কেকেআরের
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  আইপিএলের ময়দানে আজ অস্তিত্ব রক্ষার লড়াই। লড়াই সম্মানরক্ষার। দুবাইয়ে মহারণে মুখোমুখি ধোনির চেন্নাই সুপার কিংস আর কিং খানের কলকাতা নাইট রাইডার্স। লিগের লাস্ট বয় সিএসকে-র প্লে-অফে ওঠার সম্ভাবনা কার্যত শেষ। দুবাইয়ের এই ম্যাচ তাই সম্মান বাঁচানোর ম্যাচ ধোনিদের কাছে। অন্যদিকে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে আজ মাস্ট উইন ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের কাছে।

 

চেন্নাই যতটাই খোলা মনে খেলতে পারবে, ঠিক ততটাই পাহাড়প্রমাণ চাপ কলকাতা নাইট রাইডার্সের ওপর। চোট কাটিয়ে আদৌ কি আন্দ্রে রাসেল খেলতে পারবেন এই ম্যাচে? সংশয় থাকছে। এমনিতেই ব্যাট হাতে একেবারেই ফর্মে নেই দ্রে রাস। বল হাতে কিছুটা ভরসা দিচ্ছিলেন। কিন্তু চোটের কারণে শেষ তিন ম্যাচ খেলেননি। এদিকে আগের ম্যাচেই কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরে প্লে-অফের অঙ্ক নিজেরাই জটিল করে তুলেছে কলকাতা নাইট রাইডার্স।

অন্যদিকে আগের ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ১২ ম্যাচে নাইটদের পয়েন্ট ১২। লিগ টেবিলে পাঁচ নম্বরে তারা। প্লে-অফে লড়াইয়ে টিকে থাকতে গেলে আজ জিততেই হবে কলকাতাকে।

এবারের আইপিএলে চেন্নাই-এর সঙ্গে প্রথম সাক্ষাতে রাহুল ত্রিপাঠীর ব্যাটে দুরন্ত জয় পেয়েছিল কলকাতা। দ্বিতীয় লেগে তার অ্যাকশন রিপ্লে চাইছে নাইট শিবির। অন্যদিকে লকি ফার্গুসন,বরুন চক্রবর্তীর বোলিংয়ের ওপর ভরসা রাখছেন মরগ্যান। রাসেল অঙ্ক ভুলে শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী আর লকি ফার্গুসনেই চেন্নাই বধের অঙ্ক কষছেন কেকেআর ক্যাপ্টেন ইয়ন মরগ্যান। তবে কলকাতার প্লে-অফের দৌড়ে পথের কাঁটা হতে পারে চেন্নাই।

আরও পড়ুন - IPL 2020: সূর্যকুমারকে স্লেজ! বিরাট বিতর্কে ক্যাপ্টেন কোহলি; শোরগোল সোশ্যাল মিডিয়ায়  

.