IPL 2022 Auction: কেমন দল গড়তে পারে Lucknow Super Giants? জানিয়ে দিলেন মেন্টর Gautam Gambhir

নিলাম টেবিলে থাকছেন গৌতম গম্ভীর।

Updated By: Jan 29, 2022, 07:33 PM IST
IPL 2022 Auction: কেমন দল গড়তে পারে Lucknow Super Giants? জানিয়ে দিলেন মেন্টর Gautam Gambhir
ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিলেন গৌতম গম্ভীর। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আইপিএল নিলামের (IPL 2022 Auction) আগে সব ফ্রাঞ্চাইজি নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে। পিছিয়ে নেই কেএল রাহুলের (KL Rahul) লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। কেমন হতে পারে এ বার সঞ্জীব গোয়েঙ্কার (Sanjeev Goyenka) দল? সেই হদিশ দিলেন দলের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

আগামী ১২-১৩ ফেব্রুয়ারি আয়োজিত হবে আইপিএল-এর নিলাম। নিলাম টেবলে স্বাভাবিকভাবেই লখনওয়ের মেন্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। অধিনায়ক কেএল রাহুল ও মেন্টর গম্ভীরের সঙ্গে টিম ম্যানেজমেন্ট নিয়মিত নিলামের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে চলেছে। বেঙ্গালুরুতে হতে চলা নিলামে উপস্থিতও থাকবেন ভারতের এই প্রাক্তন ওপেনার।

আরও পড়ুন: কেন Virat Kohli ভারতের সর্বকালের সেরা অধিনায়ক নন, ব্যাখ্যা করলেন Sanjay Manjrekar

আরও পড়ুন: স্ত্রী Sanjana Ganesan-এর সঙ্গে বিন্দাস মেজাজে ছুটি কাটাচ্ছেন Jasprit Bumrah, দেখুন ছবি

গৌতম বলেন, “আমি মনে করি এটা একটা উত্তরাধিকার তৈরি করার সুযোগ এবং এটা এমন কিছু তৈরি করার একটা দুর্দান্ত সুযোগ যা আগে কখনও তৈরি হয়নি। আমরা কাউকে নকল করতে চাই না, আমাদের নিজস্ব ধরণ থাকতে হবে, আমাদের নিজস্ব উত্তরাধিকারও থাকতে হবে।”

আইপিএলের ময়দানে এই প্রথম বার যুক্ত হননি সঞ্জীব গোয়েঙ্কা। এর আগে ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টস দলটি ছিল সঞ্জীব গোয়েঙ্কার। গম্ভীর ফের যোগ করেন,”সঞ্জীব গোয়েঙ্কা যখন পুনেতে ছিলেন, তখন তারা এক রানের জন্য আইপিএল জিততে পারেনি। সুতরাং, এ বার একটা দুর্দান্ত চ্যালেঞ্জ হতে চলেছে। সেই অপূর্ণ কাজটাই আমরা শেষ করতে চাই। তবে আমরা শুধু এই বছরটা নিয়েই ভাবছি না। আমাদের মাথায় বেশ কয়েক বছরের চিন্তা ভাবনাই রয়েছে।“

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

 

 

.