ISL 2022-23, ATKMB vs EBFC: জয়ের লক্ষ্যে খেলবে ইস্টবেঙ্গল, ডার্বি যুদ্ধের আগে সবুজ-মেরুনকে হুঙ্কার দিলেন স্টিফেন কনস্টানটাইন

২০২০ সালের নভেম্বরে এই মঞ্চে প্রথমবার মুখোমুখি হয় সবুজ-মেরুন ও লাল-হলুদ বাহিনী। তবে কোভিডের জন্য গত চার ডার্বি আয়োজন করা হয়েছিল ফাঁকা স্টেডিয়ামে। এই প্রথমবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরা গ্যালারিতে বসে আওয়াজ তুলতে পারবেন। 

Updated By: Oct 28, 2022, 06:23 PM IST
ISL 2022-23, ATKMB vs EBFC: জয়ের লক্ষ্যে খেলবে ইস্টবেঙ্গল, ডার্বি যুদ্ধের আগে সবুজ-মেরুনকে হুঙ্কার দিলেন স্টিফেন কনস্টানটাইন
সাংবাদিক সম্মেলনে আত্মবিশ্বাসী স্টিফেন কনস্ট্যান্টাইন। ছবি: ইস্টবেঙ্গল এফসি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ছয় ডার্বি যুদ্ধে (Kolkata Derby) জয় অধরা। গত চার আইএসএল-এর (ISL 2022-23) ডার্বিতে জয় নেই। এরসঙ্গে যোগ হয়েছে ডুরান্ড কাপের (Durand Cup) ডার্বিতে হার। এমন প্রেক্ষাপটে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। ডার্বিতে চাকা ঘোরানোই চ্যালেঞ্জ স্টিফেন কনস্ট্যান্টাইনের (Stephen Constantine) কাছে। গত ৩ বছরের তুলনায় এ বারের ইস্টবেঙ্গল কিছুটা হলেও শক্তিশালী। তাছাড়া গত ম্যাচেই পাহাড়ে গিয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-১ গোলে জিতে এসেছে লাল-হলুদ। তাই আশায় বুক বাঁধছেন সমর্থকরা।

বাঙালির আবেগের বড় ম্যাচের আগের দিন সকালে গা ঘামালেন ক্লেটন সিলভা, লিমারা। পরে সাংবাদিক সম্মেলনে এসে কনস্ট্যান্টাইন বললেন, ‘ডুরান্ডের চেয়ে এখন আমার দল অনেক উন্নত হয়েছে। সেই সময় ডার্বির কয়েক দিন আগে ফুটবলারদের হাতে পেয়েছিলাম। এ রকম ম্যাচে প্রস্তুতির জন্য একটু সময় দরকার। এ বারে তা পেয়েছি। তবে এটিকে মোহনবাগান খুব শক্তিশালী দল। ওদের সমীহ করতেই হবে। ডার্বি সব সময় ৫০-৫০। আমি কলকাতার প্রথম ডার্বি জিততে মুখিয়ে আছি। এক পয়েন্ট নয়। তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামব।' 

আরও পড়ুন: ISL 2022-23, ATKMB vs EBFC: ফিরে দেখা শেষ চার ডার্বির বিশেষ মুহূর্ত

আরও পড়ুন: Mohammedan Sporting, CFL 2022: খিদিরপুরকে ৩ গোলে হারিয়ে কলকাতা লিগ জয়ের আরও কাছে সাদা-কালো শিবির

নর্থ ইস্টের বিরুদ্ধে জিতে দলের মনোবল বেড়েছে। সেটা মেনে নিলেও সবুজ-মেরুনের বিরুদ্ধে নামার আগে একেবারেই আত্মতুষ্টিতে ভুগতে চাইছেন না। তাঁর প্রতিক্রিয়া, 'এটা ঠিক যে আমি মনে করি না‌ আমরা আগের ম্যাচে দুরন্ত ফুটবল খেলেছি। তবে কেরল আর গোয়া ম্যাচের থেকে আমরা ভালো ফুটবল খেলেছি। ধীরে ধীরে দল উন্নতি করছে। তবে ডার্বিতে আমাদের শুধু ৬০ মিনিট বা ৭০ মিনিট ভালো ফুটবল খেললেই চলবে না। ৯০ মিনিট ভালো ফুটবল খেলতে হবে। তবে ডার্বি বলে কোনও চাপ নেই। এটা উপভোগ করতে চাই।' 

ডুরান্ডের ডার্বিতে দ্বিতীয়ার্ধে নেমেছিলেন ক্লেটন সিলভা। তাও আধা ফিট ছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এ বারের বড় ম্যাচে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান ক্লেটন। নর্থ ইস্টের বিরুদ্ধে একটি গোল করেছিলেন তিনি। এহেন ব্রাজিলিয়ান বলেন, 'ডার্বি নিয়ে আমার মধ্যে আলাদা কোনও চাপ নেই। তবে এটিকে মোহনবাগান অনেক শক্তিশালী দল। ১০ জনের ৮ জনই বলবে, মোহনবাগান জিতবে। তবে আমরা ওদের হারিয়ে চমকে দিতে চাই।' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)       

.