মুম্বইতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮০ তুলল ভারত
ওয়েব ডেস্ক: মুম্বইতে ভারত বনাম নিউজিল্যান্ডের একদিনের সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৮০ রান তুলল ভারত। একদিনের ক্রিকেটে ২০০তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন বিরাট কোহলি। নিজের ২০০ তম একদিনের ম্যাচে খেলতে নেমে সেঞ্চুরি করেই থামলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি! মুম্বইয়ের ওয়াংখেড়েতে সেঞ্চুরির হিসেব পন্টিংয়কেও টপকে গেলেন তিনি। পন্টিংয়ের সেঞ্চুরি ৩০টি। বিরাটের এদিন একদিনের ক্রিকেটে ৩১ নম্বর সেঞ্চুরিও হয়ে গেল। ১১১ বল খেলেই নিজের সেঞ্চুরি করে ফেলেন বিরাট। শেষ পর্যন্ত ১২৫ বলে ১২১ রানের ইনিংস খেলেন বিরাট।
আরও পড়ুন নিজের ডাবল সেঞ্চুরির ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি করলেন বিরাট
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা, কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। কারণ, ওই সময় ওয়াংখেড়েতে যেন গোলাগুলি ছুঁড়ছেন নিউ জিল্যান্ডের বাঁ হাতি বোলার ট্রেন্ট বোল্ট। শিখর ধাওয়ান আউট হয়ে যান মাত্র ৯ রান করেই। রোহিত সাউদিকে পরপর দুটো ছক্কা হাঁকিয়েই আউট হয়ে যান ২০ রান করে। মিডল অর্ডারে কেদার যাদবও টেকেননি এদিন। মাত্র ১২ রানেই আউট হয়ে যান। দীর্ঘদিন পরে দলে ফিরে ৪৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেন দীনেশ কার্তিক। মহেন্দ্র সিং ধোনিও বিশেষ রান পাননি। ৪২ বলে ২৫ রান করে বোল্টের বলেই আউট হন তিনি। হার্দিক পাণ্ডিয়া করেন ১৬ রান। কিউয়ি বোলারদের মধ্যে বোল্ট একাই পেয়েছেন ৪টি উইকেট। তিনটে উইকেট পেয়েছেন সাউদি। একটি উইকেট পেয়েছন স্যান্টেনার।
আরও পড়ুন বিগ ব্যাশের ইতিহাসে সবথেকে বড় অঙ্কের চুক্তি করলেন ক্রিস লিন