Thailand Open: Covid test করাতে গিয়ে রক্তাক্ত Kidambi Srikanth
থাইল্যান্ড ওপেনে চিকিৎসা ব্যবস্থা নিয়েও ক্ষোভ বেরিয়ে এসেছে শ্রীকান্তের কথায়।
নিজস্ব প্রতিবেদন: থাইল্যান্ড ওপেনে খেলতে নামার আগে Covid test করাতে গিয়ে রক্তাক্ত হতে হল ভারতীয় শাটলার Kidambi Srikanth-কে। সেখানকার স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি। এমনকী সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি।
We take care of ourselves for the match not to come and shed blood for THIS . However , I gave 4 tests after I have arrived and I can’t say any of them have been pleasant .
Unacceptable pic.twitter.com/ir56ji8Yjw— Kidambi Srikanth (@srikidambi) January 12, 2021
শ্রীকান্তের নাক দিয়ে রক্ত পড়ার ছবি থেকে টিসু পেপারে রক্তের দাগ। সব ছবি পোস্ট করেছেন কিদাম্বি। থাইল্যান্ড ওপেনে চিকিৎসা ব্যবস্থা নিয়েও ক্ষোভ বেরিয়ে এসেছে শ্রীকান্তের কথায়। বেজায় চটেছেন ভারতীয় শাটলার।
আরও পড়ুন- ICC Test Rankings: বিরাট কোহলিকে টপকে গেলেন Steve Smith
টুইটারে কিদাম্বি শ্রীকান্ত লিখেছেন, "আমরা ম্যাচ খেলতে এখানে এসেছি। তার আগে এইভাবে রক্তাক্ত হওয়ার জন্য নয়। এখানে আসার পর থেকে চারবার টেস্ট হয়েছে। আমি বলতে পারি না যে সবগুলি খুব আরামদায়ক। একেবারেই গ্রহনযোগ্য নয়।"
আরও পড়ুন- একবেলাতেই করোনামুক্ত Saina, Prannoy–খেলতে পারবেন Thailand Open