ICC Test Rankings: বিরাট কোহলিকে টপকে গেলেন Steve Smith

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার পর পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন বিরাট কোহলি। গতকালই মেয়ের বাবা হয়েছেন তিনি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 12, 2021, 05:32 PM IST
ICC Test Rankings: বিরাট কোহলিকে টপকে গেলেন Steve Smith
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  অ্যাডিলেড এবং মেলবোর্নে রান না পেলেও সিডনিতে স্বমহিমায় স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে ১৩১। দ্বিতীয় ইনিংসে ৮১। আর তাতেই বিরাট কোহলিকে টপকে আইসিসি টেস্ট ​র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দু নম্বরে উঠে এলেন স্মিথ।

 

৯১৯ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট ​র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৯০০ রেটিং পয়েন্ট নিয়ে দু নম্বরে স্টিভ স্মিথ। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার পর পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন বিরাট কোহলি। গতকালই মেয়ের বাবা হয়েছেন তিনি। ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে এখন আইসিসি টেস্ট ​র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে রয়েছেন কিং কোহলি।

আরও পড়ুন- অনুশীলনে চোট Mayank Agarwal-এর, উদ্বেগ ভারতীয় শিবিরে

সিডনি রান পাওয়ায় অজিঙ্ক রাহানে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে গিয়েছেন। ৭৫৬ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছেন তিনি। সিডনিতে প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারার দরকারের সময় ৭৭ রানের দারুণ ইনিংস। আইসিসি টেস্ট ​র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দুই ধাপ এগোলেন পূজারা। ৭৫৩ রেটিং পয়েন্ট নিয়ে রাহানের পরেই রয়েছেন তিনি।

আরও পড়ুন- Syed Mushtaq Ali Trophy: বিবেকের সেঞ্চুরি, ঈশানের দুরন্ত বোলিংয়ে Jharkhand-কে উড়িয়ে দিল বাংলা  

.