অর্থকষ্টে জর্জরিত ক্রীড়াবিদদের পাশে কেন্দ্র, টুইট করে জানালেন Kiren Rijiju
অভাবী ক্রীড়াবিদদের জন্য সুখবর।
নিজস্ব প্রতিবেদন: জাতীয় স্তরে পদকজয়ী বা আন্তর্জাতিক আঙিনায় অংশগ্রহণ করা কোনও ভারতীয় অ্যাথলিট রয়েছেন চরম অর্থকষ্টে! এমন খবর প্রায়শই শিরোনামে আসে। তবে এবার আর এই দৃশ্য দেখা যাবে না। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) টুইট করে জানিয়েছেন যে, অর্থকষ্টে জর্জরিত অ্যাথলিটদের পাশে আছে কেন্দ্র। তাঁদের জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: UEFA EURO 2020: আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা বললেন Toni Kroos
রিজিজু টুইটে লেখেন, "জাতীয় স্তরে পদকজয়ী বা আন্তর্জাতিক স্পোর্টিং ইভেন্টে অংশগ্রহণ করা কোনও ক্রীড়াবিদ যদি, অভাবের মধ্যে রয়েছেন কিংবা অর্থকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে সে কেন্দ্রীয় মন্ত্রকের কাছে অর্থনৈতিক সাহায্যের আবেদন করতে পারেন। প্রকল্পের বিস্তারিত রয়েছে যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রকের ওয়েবসাইটে।" সরকারের এই প্রকল্পের আওতায় আসলে নিঃসন্দেহে অভাবী ক্রীড়াবিদরা উপকৃত হবেন। তা আর বলার অপেক্ষা রাখে না।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)