গৌতম গম্ভীরকে নিয়ে ৩টি শব্দ খরচ শাহরুখের

৭ বছর পর কেকেআর ছাড়লেন গৌতম গম্ভীর। এবার তিনি খেলবেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে।  

Updated By: Feb 3, 2018, 06:14 PM IST
গৌতম গম্ভীরকে নিয়ে ৩টি শব্দ খরচ শাহরুখের

নিজস্ব প্রতিবেদন: ৭ বছর বেগুনি জার্সি পরে খেলেছিলেন গৌতম গম্ভীর। এবারের আইপিএলে লাল-নীল জার্সি দেখা যাবে তাঁকে। কলকাতাকে মিস করবেন বলে জানিয়েছিলেন গম্ভীর। তবে গোটা পর্বে নিজের দলের প্রাক্তন অধিনায়ককে নিয়ে মুখ খোলেননি কেকেআর মালিক শাহরুখ খান। এবার গম্ভীরকে নিয়ে নিজের মনের কথা বললেন এসআরকে। করলেন ৩ শব্দের টুইট।  

টুইটারে ভক্তদের নানান প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শাহরুখ খান। এক ভক্ত প্রশ্ন করেন, স্যর গম্ভীরকে নিয়ে একটা লাইন...।  ৩ শব্দে ভক্তের আবদার মেটান শাহরুখ। বলেন, 'ওকে মিস করব।'   

কেকেআরের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন গৌতম গম্ভীর। দুবার আইপিএল চ্যাম্পিয়নও হয়েছেন। এবছর তাঁকে রাখেনি কলকাতা। ২.৮০ কোটি টাকায় গম্ভীরকে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। সম্ভবত তিনিই হতে চলেছেন দিল্লির নতুন অধিনায়ক। 

আরও পড়ুন- নিজেকে নয়, বরং দলগত প্রচেষ্টাকেই কৃতিত্ব দিচ্ছেন রাহুল

.