এখনই অবসর নয়, ২০২০ বিশ্বকাপের পরেও খেলতে চান মালিঙ্গা

২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।

Updated By: Nov 20, 2019, 02:13 PM IST
এখনই অবসর নয়, ২০২০ বিশ্বকাপের পরেও খেলতে চান মালিঙ্গা

নিজস্ব প্রতিবেদন:  মার্চ মাসে মালিঙ্গা জানিয়েছিলেন, ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে তিনি অবসর নিতে চান। কিন্তু অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন লঙ্কান পেসার। এবার তিনি বলছেন, আরও দু বছর অনায়াসে পারফর্ম করে যেতে পারবেন।

 

এক সাক্ষাত্কারে লাসিথ মালিঙ্গা জানান, ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ৪ ওভার বোলিং করতে হয়। তাই আমার মনে হয়, আমি টি-টোয়েন্টি খেলে যেতে পারব। তবে অধিনায়ক হিসেবে বলতে পারি, আমার টি-টোয়েন্টি ক্রিকেট খেলার যা অভিজ্ঞতা রয়েছে, তাতে অনায়াসেই আরও বছর দুয়েক খেলা চালিয়ে যেতে পারব।"

আরও পড়ুন - ম্যাচ চলাকালীন সতীর্থকে চড়! পাঁচ বছরের জন্য নির্বাসিত বাংলাদেশের এই ক্রিকেটার

প্রসঙ্গত, শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পর মালিঙ্গার নেতৃত্বে গত ১০টি আন্তর্জাতিক ম্যাচের মাত্র একটিতে জিতেছে শ্রীলঙ্কা। হেরেছে আটটি ম্যাচে।

.