T20 World Cup: টিম ইন্ডিয়ার মেন্টর Dhoni, ভারতীয় দল ঘোষণা BCCI-র
আইপিএল শেষ হলেই ভারতীয় শিবিরে যোগ দেবেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: টিম ইন্ডিয়ায় ক্যামব্যাক মাহির। টি-২০ বিশ্বকাপে মেন্টর হিসেবে কোহলিদের সঙ্গে আরব আমিরশাহিতে থাকবেন মহেন্দ্র সিং ধোনি-ও। ১৪ জনের ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই।
২০১৯-র বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। সে ম্যাচে অবশ্য হেরে গিয়েছিল ভারত। তারপর দীর্ঘ এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন ধোনি। শেষপর্যন্ত গত বছর স্বাধীনতার দিবসে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। প্রায় দু'বছর পর ফের ভারতীয় দলে ফিরলেন ক্যাপ্টেন কুল, এবার মেন্টর হিসেবে। আইপিএল-র পর, ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ২৪ অক্টোবর প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ৩১ অক্টোবর নিউজিল্যান্ড ও ৩ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবেন কোহলীরা। এদিন ১৪ জনের দল ঘোষণা করল বিসিসিআই। রিজার্ভে থাকছেন শার্দুল ঠাকুর, দীপক চাহার ও শ্রেয়স আইয়ার।
"Former India Captain @msdhoni to mentor the team for the T20 World Cup" - Honorary Secretary @JayShah #TeamIndia
— BCCI (@BCCI) September 8, 2021
The Squad is Out!
What do you make of #TeamIndia for ICC Men's T20 World Cup pic.twitter.com/1ySvJsvbLw
— BCCI (@BCCI) September 8, 2021
স্রেফ ধোনিই নন, আইপিএল খেলতে ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসের অনেক ক্রিকেটারই পৌঁছে গিয়েছে আরব আমিরশাহিতে। নিভৃতবাসের পর শুরু হয়ে গিয়েছে অনুশীলন। আইপিএল শেষ হলেই ভারতীয় শিবিরে যোগ দেবেন ধোনি।