জীবনের অন্যতম সেরা রাত বললেন কার্তিক
"এটা সত্যিই অসাধারণ অনুভূতি। যা স্মৃতিতে আজীবন থেকে যাবে।"
নিজস্ব প্রতিবেদন : রবিবার বাংলাদেশের বিরুদ্ধে শেষ বলে ছয় মেরে ভারতকে ম্যাচ জিতিয়ে রাতারাতি নায়ক বনে গিয়েছেন দীনেশ কার্তিক। ৮ বলে ২৯ রানের ইনিংসের জন্য ম্যাচের সেরাও হয়েছেন 'ডি কে'। অনেকে আবার দীনেশ কার্তিককে 'নাগিন নাচে'র ওঝাও বলতে শুরু করে দিয়েছেন। শেষ বলে ছয় মেরে কার্তিক বলছেন, তাঁর জীবনের অন্যতম সেরা রাত ছিল রবিবার।
আরও পড়ুন- শেষ বলে কার্তিকের ছয় নাকি দেখেননি রোহিত!
বিসিসিআই টিভিকে এক সাক্ষাত্কারে কার্তিক জানিয়েছেন, "এটা সত্যিই অসাধারণ অনুভূতি। যা স্মৃতিতে আজীবন থেকে যাবে।" শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতানোর পর ইতিমধ্যেই তাঁকে 'ভারতের মিয়াঁদাদ' বলতে শুরু করেছেন অনেকে।
Watch @DineshKarthik relive the night of his life
We caught up with the man of the moment whose incredible hitting against all odds in the final of the Nidahas Trophy charmed the nation.
▶️https://t.co/coJNtz0nlz pic.twitter.com/2iTSwCaikG
— BCCI (@BCCI) March 19, 2018
টুইট করে কার্তিক লিখেছেন, "মনে হয়, আমার জীবনের অন্যতম সেরা রাত... "
Probably one of the best nights of my life. Nothing comes close to crossing the finish line for… https://t.co/lmy5k4DrMi
— DK (@DineshKarthik) March 19, 2018
সেইসঙ্গে রবিবার স্টেডিয়ামে শ্রীলঙ্কার সমর্থকরা যেভাবে ভারতীয় দলকে সমর্থন করেছে সেটা নিঃসন্দেহে ব্যাট করার সময় বড় ভূমিকা নিয়েছে বলেও মনে করেন দীনেশ কার্তিক।
আরও পড়ুন- প্র্যাকটিস করেই সব শট খেলেছেন, জানালেন 'ভারতের মিয়াঁদাদ'