চোট সারিয়ে ফিরেই গোল করে দলকে জেতালেন লিওনেল মেসি

স্প্যানিশ লা লিগার ম্যাচে মালাগাকে দুই-এক গোলে হারাল বার্সেলোনা। চোট সারিয়ে ফিরেই গোল করে দলকে জেতালেন লিওনেল মেসি। আপাতত লা লিগার শীর্ষে বার্সা। লিওনেল মেসির গোলে শেষরক্ষা। স্প্যানিশ লা লিগায় মালাগাকে দুই-এক গোলে হারাল বার্সেলোনা। চোট সারিয়ে ফিরেই গোল করে দলকে জেতালেন এলএম টেন। তবে মালাগাকে হারাতে কালঘাম ছুটে গেল লুই এনরিকে ব্রিগেডের। ম্যাচের শুরুটা খারাপ করেনি বার্সা। দ্বিতীয় মিনিটেই মেসির পাশ থেকে গোল করে দলকে এগিয়ে দেন তরুণ স্ট্রাইকার মুনির এল হাদ্দাদি। নেইমারের অনুপস্থিতিতে গোল করে নজর কাড়লেন মুনির। বত্রিশ মিনিটে জুয়ানপির গোলে ম্যাচে ফেরে মালাগা। বাহান্ন মিনিটে আদ্রিয়ানোর পাস থেকে গোল করে ক্যাটালিয়ান্সদের ফের এগিয়ে দেন আর্জেন্টাইন সুপারস্টার। দুরন্ত টেকনিকের সঙ্গে নিঁখুদ প্রেসিং। মেসির এই গোলটাই দুটো দলের মধ্যে পার্থক্য গড়ে দেয় শেষ পর্যন্ত। অ্যাওয়ে ম্যাচে জিতে  আপাতত লিগ শীর্ষ বার্সা। 

Updated By: Jan 24, 2016, 09:14 PM IST
চোট সারিয়ে ফিরেই গোল করে দলকে জেতালেন লিওনেল মেসি

ওয়েব ডেস্ক: স্প্যানিশ লা লিগার ম্যাচে মালাগাকে দুই-এক গোলে হারাল বার্সেলোনা। চোট সারিয়ে ফিরেই গোল করে দলকে জেতালেন লিওনেল মেসি। আপাতত লা লিগার শীর্ষে বার্সা। লিওনেল মেসির গোলে শেষরক্ষা। স্প্যানিশ লা লিগায় মালাগাকে দুই-এক গোলে হারাল বার্সেলোনা। চোট সারিয়ে ফিরেই গোল করে দলকে জেতালেন এলএম টেন। তবে মালাগাকে হারাতে কালঘাম ছুটে গেল লুই এনরিকে ব্রিগেডের। ম্যাচের শুরুটা খারাপ করেনি বার্সা। দ্বিতীয় মিনিটেই মেসির পাশ থেকে গোল করে দলকে এগিয়ে দেন তরুণ স্ট্রাইকার মুনির এল হাদ্দাদি। নেইমারের অনুপস্থিতিতে গোল করে নজর কাড়লেন মুনির। বত্রিশ মিনিটে জুয়ানপির গোলে ম্যাচে ফেরে মালাগা। বাহান্ন মিনিটে আদ্রিয়ানোর পাস থেকে গোল করে ক্যাটালিয়ান্সদের ফের এগিয়ে দেন আর্জেন্টাইন সুপারস্টার। দুরন্ত টেকনিকের সঙ্গে নিঁখুদ প্রেসিং। মেসির এই গোলটাই দুটো দলের মধ্যে পার্থক্য গড়ে দেয় শেষ পর্যন্ত। অ্যাওয়ে ম্যাচে জিতে  আপাতত লিগ শীর্ষ বার্সা। 

.