দীপাবলিতে মেয়ের নাচের ভিডিয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায়, সমালোচনার মুখে শামি
কেন তিনি মেয়ের এই ধরনের ভিডিয়ো পোস্ট করেছেন তা নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনদের একাংশ।
নিজস্ব প্রতিবেদন: সরস্বতীর আরাধনায় বাসন্তী শাড়িতে মেয়ে আইরার ছবি পোস্ট করে বছরের শুরুতে সমালোচনার মুখে পড়েছিলেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামি। এবার দীপাবলিতে হিন্দি গানের তালে ছোট্ট আইরার নাচের ভিডিয়ো পোস্ট করে কট্টরপন্থীদের সমালোচনার মুখে শামি।
আলোর উৎসব দীপাবলিতে মহম্মদ শামির ছোট্ট মেয়ে আইরা একটি হিন্দি গানে কোমর দোলায়। মেয়ের ডান্স পারফরমেন্সে খুশি হয়ে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োটি পোস্ট করেন মহম্মদ শামি।
Chota dance master #dance pic.twitter.com/rk5BDpDiOT
— Mohammad Shami (@MdShami11) November 19, 2020
আর তারপরই যেন ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। এমন ভিডিয়ো পোস্ট করায় মৌলবাদীদের সমালোচনার মুখে পড়তে হল শামিকে। কেন তিনি মেয়ের এই ধরনের ভিডিয়ো পোস্ট করেছেন তা নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনদের একাংশ।
Shame on song selection for a kid she can dance on some better song
— RANA AFTAB (@JulyDecember7) November 19, 2020
She is great kid but choice of song is totally not appropriate.
— Dilip Patel (@patel_dilip) November 19, 2020
Shame on you Being a Muslim
— NisarAhmed Mugheri (@NisarMugherii) November 19, 2020
অনেকে অবশ্য প্রশংসাও করেছেন। কেউ কেউ শামিকে সাবধানও করে দেন।
প্রসঙ্গত কলকাতায় কালী পুজোর একটি অনুষ্ঠানে এসে দেশে ফিরে বিপাকে পড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান।
আরও পড়ুন - ISL 2020-21: ফাঁকা গ্যালারি, ফ্যান ওয়াল, ৫ পরিবর্ত, বায়ো-বাবলে Let's Football