IPL 2021: Dhoni কি ‘ভবিষ্যৎদ্রষ্টা’? ২০১৩ সালের তাঁর ট্যুইট এখন ভাইরাল!

আট বছর আগে ধোনির করা একটি ট্যুইট নিয়েই ফের হইচই পড়ে গেল৷

Updated By: Apr 20, 2021, 03:31 PM IST
IPL 2021: Dhoni কি ‘ভবিষ্যৎদ্রষ্টা’? ২০১৩ সালের তাঁর ট্যুইট এখন ভাইরাল!

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে ব্যাক-টু-ব্যাক জিতেছে চেন্নাই সুপার কিংস (CSK)৷ গত সোমবার ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে চেন্নাই জিতেছে ৪৫ রানে৷ টানা দু'ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছে ধোনির ইয়েলো আর্মি৷ ধোনি বাহিনীর রাজস্থান বধের নেপথ্যের অন্যতম নায়ক রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)৷ 

ব্যাট হাতে ছাপ রাখতে না পারলেও, বোলিং-ফিল্ডিংয়ে মাতিয়ে দিয়েছেন ধোনির স্যার জাদেজা৷ বল হাতে দুই উইকেট নেওয়ার পাশাপাশি একাই নিয়েছেন ৪টি ক্যাচ৷ ফের একবার জাদেজা বুঝিয়ে দিয়েছেন কেন তিনি ক্রিকেট গ্রহের অন্যতম সেরা ফিল্ডার৷ জাদেজার এই পারফরম্যান্সের পরেই সোশ্যাল মিডিয়ায় রাজ করছেন ধোনি৷ 

আরও পড়ুন: IPL 2021: CSK র হয়ে ক্যাপ্টেনের মাইলস্টোন ম্যাচ! বোলাররা দুরন্ত জয় উপহার দিলেন MS Dhoni কে

ঘটনাচক্রে আট বছর আগে ধোনির করা একটি ট্যুইট নিয়েই ফের হইচই পড়ে গেল৷ ২০১৩ সালের ৯ এপ্রিল ধোনি লিখেছিলেন, ''স্যার জাদেজা ক্যাচ নেওয়ার জন্য ছোটে না, কিন্তু বল ওকে খুঁজে নিয়ে ওর হাতে এসে ধরা দেয়৷" ধোনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতেই পছন্দ করেন৷ এক কথায় নেটমাধ্যমে তিনি ডুমুরের ফুল৷ কিন্তু ধোনির পুরনো ট্যুইটই এখন ভাইরাল হচ্ছে৷ 

গতকাল ধোনি একটি অনন্য় মাইলস্টোন করেছেন৷ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে ২০০টি আইপিএল ম্যাচ খেলেলেন তিনি৷  একক ফ্র্যাঞ্চাইজির হয়ে টি-২০ ক্রিকেটে অধিনায়কত্বের ডাবল সেঞ্চুরি আর কোনও ক্রিকেটারের নেই৷