এবারের আইএসএলের শুরুতেই ধাক্কা খেলেন হাবাস

শুরুতেই ধাক্কা খেলেন হাবাস। এফসি পুণে সিটিকে এক-শূন্য গোলে হারিয়ে আইএসএলে মহারাষ্ট্র ডার্বিতে বাজিমাত করল মুম্বই সিটি এফসি। পুণের মাঠে যুযুধান দুই দলের লড়াই সেই উচ্ছমানে পৌছয়নি কখনোই। সোনি নর্ডি আর সুনীল ছেত্রী না থাকায় কিছুটা দুর্বল ছিল মুম্বইয়ের ফরওয়ার্ড লাইন। সবার নজর ছিল দিয়েগো ফোরলানের দিকে। উরুগুয়ের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার চাপে রেখেছিলেন পুণের রক্ষণকে।

Updated By: Oct 4, 2016, 10:13 AM IST
এবারের আইএসএলের শুরুতেই ধাক্কা খেলেন হাবাস

ওয়েব ডেস্ক:শুরুতেই ধাক্কা খেলেন হাবাস। এফসি পুণে সিটিকে এক-শূন্য গোলে হারিয়ে আইএসএলে মহারাষ্ট্র ডার্বিতে বাজিমাত করল মুম্বই সিটি এফসি। পুণের মাঠে যুযুধান দুই দলের লড়াই সেই উচ্ছমানে পৌছয়নি কখনোই। সোনি নর্ডি আর সুনীল ছেত্রী না থাকায় কিছুটা দুর্বল ছিল মুম্বইয়ের ফরওয়ার্ড লাইন। সবার নজর ছিল দিয়েগো ফোরলানের দিকে। উরুগুয়ের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার চাপে রেখেছিলেন পুণের রক্ষণকে।

আরও পড়ুন লোধা কমিটি যতই হুঙ্কার ছাড়ুক, মাথা নত করতে রাজি নয় বিসিসিআই

আটষট্টি মিনিটে ফোরলানের পাস থেকে গোল করে মুম্বইকে এগিয়ে দেন ডিফেডেরিকো। শেষ পর্যন্ত এই গোলটাই দুটো দলের মধ্যে পার্থক্য গড়ে দিল। গ্যালারিতে বসে দলের হার দেখলেন পুণের কোচ অ্যান্টোনিও হাবাস।

আরও পড়ুন  ভোর তিনটে নাগাদ লুধিয়ানার কাছে পঞ্জাবে লাইনচ্যুত ঝিলম এক্সপ্রেস

 

.