Neeraj Chopra, Diamond League 2022: ইতিহাসের সামনে নীরজ! কখন কোথায় ম্যাচ?

আরও এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে নীরজ চোপড়া (Neeraj Chopra)। বৃহস্পতিবার জুরিখে অনুষ্ঠিত হতে চলা ঐতিহ্যবাহী ডায়নমন্ড লিগ ফাইনালসে (Diamond League 2022) নামছেন দেশের অলিম্পিক্স সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার। চোট-আঘাতের সমস্যা কাটিয়ে এক মাস পর ট্র্যাকে ফিরেছেন নীরজ।  

Updated By: Sep 7, 2022, 10:40 PM IST
 Neeraj Chopra, Diamond League 2022: ইতিহাসের সামনে নীরজ! কখন কোথায় ম্যাচ?
ফের ইতিহাসের সামনে নীরজ

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আরও এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে নীরজ চোপড়া (Neeraj Chopra)। বৃহস্পতিবার জুরিখে অনুষ্ঠিত হতে চলা ঐতিহ্যবাহী ডায়নমন্ড লিগ ফাইনালসে (Diamond League 2022) নামছেন দেশের অলিম্পিক্স সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার। চোট-আঘাতের সমস্যা কাটিয়ে এক মাস পর ট্র্যাকে ফিরেছেন নীরজ। ডায়মন্ড লিগের লোজানে লেগে নেমেই চমকে দিয়েছিলেন নীরজ। তিনি শীর্ষস্থান দখল করেন ৮৯.০৮ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে। প্রথম কোনও ভারতীয় হিসাবে মিট খেতাব জেতেন। পানিপথের অ্যাথলিটের পাখির চোখ এখন ডায়মন্ড লিগ ফাইনাল খেতাবের দিকে। ২০১৭ ও ২০১৮ সালে নীরজ ফাইনালের জন্য কোয়ালিফাই করলেও সাতে এবং চারে শেষ করেছিলেন। নীরজ এবার খেতাব জিততে মরিয়া। তিনি আছেনও দুরন্ত ফর্মে। নীরজের ভারতীয় ফ্যানরা এই ইভেন্ট টিভিতে (Viacom18) এবং অনলাইনে স্ট্রিম (Voot Select App) করেও দেখতে পারবেন। পরশু ভারতীয় সময়ে রাত ১১টা ৩০ মিনিটে শুরু ইভেন্ট। গোটা দেশ চাইবে নীরজ ফের একবার বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করুক।

কুঁচকির চোটের জন্য বার্মিংহ্যামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন নীরজ। মার্কিন মুলুকে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতে নীরজ বলেছিলেন, "চতুর্থ থ্রোয়ের পর আমি থাইয়ে অস্বাচ্ছন্দ্য বোধ করি। যতটা জোর দিয়ে ছুড়তে চেয়েছিলাম, সেটা করতে পারিনি।"অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছিলেন নীরজ। ২০০৩ সালে প্যারিসে অঞ্জু  লং জাম্পে ব্রোঞ্জ পান। ১৯ বছর পর অঞ্জুকে ছাপিয়ে নীরজ রুপো জিতে চমকে দিয়েছিলেন। কমনওয়েলথ থেকে নিজের নাম প্রত্যাহার করার পর নীরজ চোট সারিয়ে নেমেছিলেন এই ডায়মন্ড লিগেই। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শ্যুটিংয়ে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। ঠিক ১৩ বছর নীরজ টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন ছুড়ে দেশকে সোনা এনে দিয়েছিলেন। নীরজের সেই 'সোনা'র বর্শা আছে এখন সুইজারল্যান্ডের লোজানে অবস্থিত অলিম্পিক মিউজিয়ামে (Olympic Museum)। নীরজের জ্যাভলিনের ঠিকানা এই বিশেষ জাদুঘর। নীরজ নিজে হাতে তাঁর জ্যাভলিন মিউজিয়াম কর্তৃপক্ষকে দিয়ে এসেছেন কিছুদিন আগেই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.