Bangladesh: ২ মিনিটে ২ গোল খেয়েই হারল বাংলাদেশ! এখন তাকিয়ে সেই ভারতের দিকেই...

Nepal vs Bangladesh: নেপালের কাছে বাংলাদেশ তো হেরেই গেল, উল্টে বাংলাদেশের গোলকিপার নেপালকে উপহার দিলেন একটি গোল!

Updated By: Aug 22, 2024, 08:50 PM IST
Bangladesh: ২ মিনিটে ২ গোল খেয়েই হারল বাংলাদেশ! এখন তাকিয়ে সেই ভারতের দিকেই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্রেফ এক ম্যাচ জিতেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের (SAFF U-20 Championship) সেমিফাইনালে উঠে গিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়েই পদ্মাপারের টিম শেষ চারে যাওয়ায় নেপালও পৌঁছে গিয়েছিল সেমিতে। বৃহস্পতিবার কাঠমান্ডুতে গ্রুপসেরার হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেপাল (Nepal vs Bangladesh)। তবে পড়শি দেশের কাছে হেরেই গেল বাংলাদেশ!

আরও পড়ুন: বাংলাদেশের বন্যার 'আমরা-ওরা'! দুর্গতদের পাশে দাঁড়িয়ে নন্দিত মাহি-পরী, নিন্দিত চঞ্চল...

স্কোরলাইন বলছে  ২ মিনিটে ২ গোল খেয়ে নেপালের কাছে হারল বাংলাদেশ! এদিন খেলা শুরুর ১৭ মিনিটের মধ্য়ে নেপাল এগিয়ে যায়। বাংলাদেশের গোলকিপার মেহেদি হাসান শ্রাবণই হাস্যকর ভুল করে গোল উপহার দেন প্রতিপক্ষকে। বাংলাদেশের বক্স ছেড়ে অনেক বাইরে গিয়ে বল আটকাতে গিয়েছিলেন তিনি। তাঁর কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন নেপালের সমীর তামাং। এই গোল খাওয়ার কোনও ব্য়াখ্য়া হতে পারে না। এই গোলের ঠিক পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন নেপালের নিরঞ্জন ধামি।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

যদিও প্রথমার্ধেই বাংলাদেশ ব্য়বধান কমিয়ে ফেলে। ৪৩ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। মীরাজুল গোল করে স্কোরলাইন ২-১ করেন। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ একাধিক সুযোগ পেয়েও সমতা ফেরাতে পারেননি। এদিন যদি বাংলাদেশ ড্র করতে পারত, তাহলে গ্রুপে চ্য়াম্পিয়ন হতে পারত। তবে হেরে গিয়ে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে হবে তাদের। আগামী শুক্রবার ভারত-মালদ্বীপের ম্যাচের ফলই ঠিক করবে বাংলাদেশের কে হবে প্রতিপক্ষ।

আরও পড়ুন: 'সব বাঁধ খুলে বাংলাদেশ ভাসিয়েছে ভারতই!' মোদীর দেশকে কড়া হুঁশিয়ারি নাহিদের...

বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বেশ কিছু সাফল্য থাকলেও , অনূর্ধ্ব-২০ শিরোপা এখনও জেতা হয়নি তাদের। দেখা যাক এবার অধরা খেতাব আসে কিনা! অভিজ্ঞ কোচ মারুফুল হকের উপরেই আশা বাংলাদেশি সমর্থকদের। দেখা যাক তিনি লাল-সবুজ জার্সিধারীদের হাল ফেরাতে পারেন কিনা।

আরও পড়ুন: কেন্দ্র জানিয়ে দিল, বাংলাদেশে বন্যার জন্য দায়ী নয় ভারত! বাঁধের জল ছাড়া কোনও কারণ নয়...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.