অনুষ্কা ইস্যুতে মুখ খুলে বিরাট অভিমান লোকালেন না কোহলি

এবার অনুষ্কার হয়ে ব্যাট ধরলেন বয়ফ্রেন্ড বিরাট কোহলি।  বিশ্বকাপের সেমিতে তাঁর ব্যর্থতার দায়ভার অনুষ্কার উপর জোর করে চাপিয়ে দেওয়ার জন্য সমালোচকদের এক হাত নিলেন ভারতের টেস্ট অধিনায়ক। সাফ জানালেন এই ধরণের মন্তব্য করার জন্য কারোর নিজের উপর লজ্জা হওয়া উচিত।  

Updated By: Apr 10, 2015, 04:34 PM IST
 অনুষ্কা ইস্যুতে মুখ খুলে বিরাট অভিমান লোকালেন না কোহলি

ব্যুরো: এবার অনুষ্কার হয়ে ব্যাট ধরলেন বয়ফ্রেন্ড বিরাট কোহলি।  বিশ্বকাপের সেমিতে তাঁর ব্যর্থতার দায়ভার অনুষ্কার উপর জোর করে চাপিয়ে দেওয়ার জন্য সমালোচকদের এক হাত নিলেন ভারতের টেস্ট অধিনায়ক। সাফ জানালেন এই ধরণের মন্তব্য করার জন্য কারোর নিজের উপর লজ্জা হওয়া উচিত।  

বিশ্বকাপের সেমিফাইনালে অসিদের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত। সেই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন বিরাটও। ঘটনাচক্রে সেইদিন স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ছিলেন বিরাটের প্রেমিকা বলিউডি তারা অনুষ্কা শর্মাও। অদ্ভুতভাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে বিরাটের ব্যর্থতা আর ভারতের বিদায়ের জন্য একাংশ অনুষ্কাকেই দায়ী করতে শুরু করেন। তাঁকে নিয়ে আপত্তিকর ব্যঙ্গ, বিদ্রূপ হুহু করে অন্তর্জাল দুনিয়াতে ছড়িয়ে পরে।

এতদিন এই নিয়ে একটি কথাও বলেননি বিরাট। প্রথম মুখ খুললেন শুক্রবার।

''একজন মানুষ হিসেবে বলতে পারি এই ঘটনা আমাকে কষ্ট দিয়েছে। যারা এই ধরণের কথা বলেছেন, তাঁদের নিজেদের উপর লজ্জা হওয়া উচিৎ।'' তীব্র প্রতিক্রিয়া ভারতের নয়া ব্যাটিং সেনসেশনের।

এমনিতে মিডিয়ার সঙ্গে কোহলির সম্পর্ক কিঞ্চিৎ অম্ল-মধুর। বিশ্বকাপের মাঝপথেই সাংবাদিকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। সচরাচর বিরাট মিডিয়ার সামনে মুখ খোলেন না। তবে, শুক্রবার শুরু থেকেই বেশ আক্রমণত্মক ছিলেন তিনি। অনুষ্কাকে হেনস্থার বিরোধীতা করার সঙ্গে সঙ্গে গত পাঁচ বছরে নিজের রেকর্ডটাও মনে করিয়ে দিতে ভোলেননি।  

২২ গজে স্ট্রেট ড্রাইভে বাউন্সারকে বাউন্ডারির বাইরে পাঠানোর ঢঙেই আজ সাংবাদিকদের সামলেছেন তিনি। ''ব্যক্তিগতভাবে আমি ভীষণই বিরক্ত। গত ৫ বছরে আমি ভারতকে যত গুলো ম্যাচ  জিতিয়েছি, মনে হয় না দলের আর কেউ এতগুলো ম্যাচ জিতিয়েছেন।'' বলেছেন কোহলি।  

আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন কোহলি বলেছেন ''মাত্র এক ম্যাচে আমার পারফরম্যান্স দেখে কিছু লোকের প্রতিক্রিয়ায় আমি স্তম্ভিত। তবে এক দিক থেকে অবশ্য ভালই হয়েছে। এই ঘটনা আমার চোখ খুলে দিয়েছে। সত্যি কে আমার সঙ্গে আছে, আর কে নেই সেটা ভালই বুঝেছি।''

মিডিয়াকে ব্যঙ্গ করে তাঁর মন্তব্য ''কখন যে আমার বাজে সময় চলে সেটা আমি নিজেই বুঝতে পারি না। ব্যাপারটা বেশ মজার। অন্যরা বাইরে থেকেই বেশ মতামত দিয়ে যান। আমি দু'টো ম্যাচে ভাল খেলিনি। ব্যাস, অমনি নাকি আমার ফর্ম পড়ে গেল। আর অন্য কেউ ১০টা ম্যাচের মধ্যে দু'টোতে ভাল খেললে, তাদের নাকি প্রত্যাবর্তন হয়। তাই আজকাল এসব কথা নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দিয়েছি।''  

 

.