বাংলাদেশকে উড়িয়ে দিয়ে টেস্ট জয় পাকিস্তানের

), ১৯৫/৬ (ডি:)

Updated By: May 9, 2015, 02:54 PM IST
বাংলাদেশকে উড়িয়ে দিয়ে টেস্ট জয় পাকিস্তানের

পাকিস্তান- ৫৫৭/৮ (ডি:), ১৯৫/৬ (ডি:)
বাংলাদেশ-২০৩,২২১
পাকিস্তান জয়ী ৩২৮ রানে।
ম্যাচের সেরা-আজহার আলি, সিরিজ সেরা-আজহার আলি

ওয়েব ডেস্ক: ওয়ানডে, টি টোয়েন্টিতে হারের ক্ষতে প্রলেপ লাগাল পাকিস্তান। মীরপুর টেস্টে বাংলাদেশকে কার্যত উড়িয়ে দিয়ে সিরিজ জিতল পাকিস্তান। ওয়ানডে, টি২০-তে পাকিস্তান হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়ে যায়। এমন অবস্থায় তুমুল সমালোচনা ও চাপের মধ্যে মীরপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মিসবারা। সেই চাপের অগ্নিপরীক্ষায় সসম্মানে পাশ করলেন ইউনিস, ইয়াসিররা।

ম্যাচের তৃতীয় দিনেই পরিষ্কার হয়ে গিয়েছিল এই টেস্টটা বাংলাদেশের কাছে বাঁচানো বেশ কঠিন হতে চলেছে। চতুর্থ দিনের কয়েক ঘণ্টার সাফ হয়ে গিয়েছিল বাংলাদেশের হার শুধু সময়ের অপেক্ষা। একমাত্র মমিনুল হক (৬৮), আর একেবারে শেষের দিকে শুভাগত সোম (৩৯) ছাড়া বাকি বাংলা ব্যাটসম্যানরা এলেন আর গেলেন। দারুণ বল করলেন পাক লেগ স্পিনার ইয়াসির শাহ (৪/৭৩)। বাংলাদেশ সফরে এসে পাকিস্তানের এটাই হল প্রথম জয়। সব ভাল যার শেষ ভাল হল না বাংলাদেশের। ওয়ানডে, টি২০-তে দারুণ খেললেও বাংলাদেশ দেখাল টেস্টের আসল পরীক্ষায় তারা এখন বেশ কিছুটা পিছনেই পড়ে রয়েছে।

Tags:
.