শেষ ষোলোয় কাশ্যপ
অলিম্পিকে ব্যাডমিন্টনে উজ্জ্বল হচ্ছে ভারতের পদক জয়ের সম্ভাবনা। শেষ আটে পৌঁছলেন পারুপল্লি কাশ্যপ। প্রিকোয়ার্টারে শ্রীলঙ্কার করুণারত্নকে ২১-১৪, ১৫-২১, ২১-৯ ফলে হারিয়ে কোয়ার্টারে ফাইনালে পৌঁছন তিনি।
পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় ম্যাচও জিতে নিলেন ভারতের পারুপল্লী কাশ্যপ। এই জয়ের ফলে কার্যত প্রিকোয়ার্টার ফাইনালে চলে গেলেন কাশ্যপ। কাশ্যপ শেষ ষোল-য় গেলেও ব্যাডমিন্টনের মিক্সড ডাবলস থেকে বিদায় নিল ভি ডিজু-জোয়ালা গুট্টা জুটি। মঙ্গলবার অলিম্পিকে ব্যাডমিন্টনে মিশ্র ফল করল ভারত। গ্রুপ লিগের শেষ ম্যাচে ভিয়েতনামের তিয়েন মিন গুইকে স্ট্রেট সেটে হারিয়ে পুরুষদের সিঙ্গলসের প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছেন পারুপল্লী কাশ্যপ।
কিন্তু মিক্সড ডাবলসে গ্রুপ লিগের শেষ ম্যাচে জিতেও বিদায় নিয়েছেন জোয়ালা গুট্টা-ডিজু জুটি। জোয়ালা-ডিজু জুটি কোরিয়ার লি-হা জুটির কাছে ১৫-২১, ১৫-২১ হেরে যায়। পুরুষদের সিঙ্গলসে গ্রুপ লিগের শেষ ম্যাচে প্রথম সেটে কাশ্যপ দাঁড়াতেই দেননি মিন গুইকে। একুশ-নয়ে প্রথম সেট জিতে নেন কাশ্যপ। দ্বিতীয় সেটে অবশ্য শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন গুই। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ২১-১৪ সেট জিতে নেন কাশ্যপ।
সোমবার রাতেই প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন সাইনা নেহওয়াল। মহিলাদের সিঙ্গলস বিভাগে গ্রুপ রাউন্ডের ম্যাচে বেলজিয়ামের লিয়ানে ট্যানকে হারিয়ে দেন ভারতের এই শাটলার। সাইনার পক্ষে খেলার ফল ২১-৪, ২১-১৪। গোটা ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি সাইনা। মাত্র নয় মিনিটে প্রথম গেম জিতে নেন তিনি। দ্বিতীয় গেমে ট্যান খানিকটা লড়াই চালালেও শেষ রক্ষা হয়েনি তাঁর। দ্বিতীয় গেম ২১-১৪ ফলে জিতে নেন সাইনা। দ্বিতীয় গেম জিততে মাত্র ১৪ মিনিট সময় নেন পঞ্চম বাছাই সাইনা নেহওয়াল।