Pat Cummins | IPL 2024: বিশ্বকাপ জয়ী অধিনায়কে এবার বিরাট দায়িত্ব, আগেই ২০.৫ কোটি দিয়েছিল 'অরেঞ্জ আর্মি'

Pat Cummins appointed As Sunrisers Hyderabad Captain Before IPL 2024: প্য়াট কামিন্সকে নিতে সানরাইজার্স হায়দরাবাদ খরচ করেছিল ২০.৫ কোটি টাকা। এবার তাঁর কাঁধেই তুলে দেওয়া হল বিরাট দায়িত্ব।

Updated By: Mar 4, 2024, 12:57 PM IST
Pat Cummins | IPL 2024: বিশ্বকাপ জয়ী অধিনায়কে এবার বিরাট দায়িত্ব, আগেই ২০.৫ কোটি দিয়েছিল 'অরেঞ্জ আর্মি'
কামিন্সই এবার সানরাইজার্সের অধিনায়ক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সানরাইজার্স হায়দরাবাদ (SunRisers Hyderabad) বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্য়াট কামিন্সকে (Pat Cummins) বেছে নিল অধিনায়ক হিসেবে। নিজামের শহরের নতুন অধিপতি হলে বিশ্ববন্দিত জোরে বোলার। গতবছর নিলামে কামিন্সকে ২০.৫ কোটি টাকায় দলে নিয়েছিল 'অরেঞ্জ আর্মি'। গত মরসুমে সানরাইজার্সের নেতৃত্ব দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার আইদেন মারক্রম (Aiden Markram)। তাঁর অধীনে সানরাইজার্স ১৪ ম্য়াচ খেলে মাত্র ৪ ম্য়াচ জিতেছিল। পয়েন্ট টেবলে সবার নীচে শেষ করেছিল এসআরএইচ (SRH)। আগামী ২৩ মার্চ ইডেন গার্ডেন্সে কেকেআরের (Kolkata Knight Riders) বিরুদ্ধে সপ্তদশ আইপিএলের অভিযান শুরু হচ্ছে সানরাইজার্সের। ক্রিকেটের নন্দনকাননে শ্রেয়স আইয়ার বনাম প্যাট কামিন্স দ্বৈরথ। গতবছর শ্রেয়স চোটের জন্য় খেলতে পারেননি আইপিএল। তাঁর পরিবর্তে কেকেআর অধিনায়কত্বের গুরুদায়িত্ব তুলে দিয়েছিল ব্য়াটার নীতীশ রানার হাতে। এবার নীতীশকে পাওয়া যাবে শ্রেয়সের ডেপুটি হিসেবে। 

আরও পড়ুন: Kapil Dev | BCCI: 'কেউ ভুগবে, কারোর কষ্ট হবে, হোক...!' ধুয়ে দিলেন ঠোঁটকাটা কপিল

গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে হয়েছিল আইপিএলের মিনি নিলাম। নিলাম টেবলে চেন্নাই সুপার কিংস, রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের সঙ্গে দীর্ঘক্ষণ লড়াই করে, সানরাইজার্স, কামিন্সের সার্ভিস নিশ্চিত করেছিল ২০.৫ কোটি টাকায়। বিশ্বকাপ জয়ী অধিনায়কের বেসপ্রাইজ ছিল ২ কোটি টাকা। তিনি ১০ গুণেরও বেশি দাম পেয়েছিলেন। কামিন্স আইপিএলের ইতিহাসে ধনীতম ক্রিকেটারদেরই একজন। ডেভিড ওয়ার্নার হয়ে কেন উইলিয়ামসন থেকে মারক্রম! সানরাইজার্সের কোথাও একটা প্রকৃত নেতার খামতি ছিল বিগত কয়েক বছরে। কামিন্স আসায় নিঃসন্দেহে সেই দুশ্চিন্তা কাটল কাব্য় মারানদের টিমের। অস্ট্রেলিয়ার বিশ্বজয়ের নায়ক ট্র্যাভিস হেডকেও নিয়েছে সানরাইজার্স। গত ১৯ নভেম্বর কাপযুদ্ধের ফাইনালে, ভারতের বিরুদ্ধে তাঁর চওড়া ব্য়াটে (১২০ বলে ১৩৭) ভর করেই, অস্ট্রেলিয়া ষষ্ঠবারের (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫-র পর ২০২৩) জন্য় বিশ্বকাপ জেতে। আইপিএল মিনি নিলামে তাঁকে নেওয়ার জন্য় ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে যে লড়াই বাঁধবে, তা আগেই জানা গিয়েছিল। নিলামে ঠিক সেটাই হয়েছিল। এবার দেখার আইপিএলে সানরাইজার্স কী ফুল ফোটায়!

আরও পড়ুন: Robin Minz | IPL 2024: নিলামে পেয়েছেন ১৮ গুণ বেশি দাম! ধোনি বলতে অজ্ঞান, কে এই 'ঝাড়খণ্ডের গেইল'?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.