শেষ অঙ্কের নাটকে এক উইকেটের ট্র্যাজিক হার ধোনিদের

অল্পের জন্য ক্যারিবিয়ানে জয়ের সুর বাজল না ভারতের। ত্রিদেশীয় একদিনের সিরিজের প্রথম ম্যাচে আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে এক উইকেটে হেরে গেল ধোনির দল। শেষ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে করতে হত ১০ রান। শেষ উইকেট জুটি কেমার রোচ ও টিনো বেস্ট সেই রান তুলে ফেলেন। ১৯৭ রানে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট তুলে নেওয়ার পরেও জয় এল না। অথচ সামি যখন আউট হলেন তখন ধরেই নেওয়া হয়েছিল জয়ের হাসি ধোনির গালেই ফুটতে চলেছে। কিন্তু শেষ অবধি তা হল না।

Updated By: Jul 1, 2013, 01:07 PM IST

ভারত-২২৯/৭ (রোহিত শর্মা ৬০, রায়না ৪৪)।।
ওয়েস্ট ইন্ডিজ-২৩০/৯ (৪৭.৪ ওভারে) ( চার্লস ৯৭, যাদব ৩/৪৩)।
ম্যাচের সেরা-জনসন চার্লস।

অল্পের জন্য ক্যারিবিয়ানে জয়ের সুর বাজল না ভারতের। ত্রিদেশীয় একদিনের সিরিজের প্রথম ম্যাচে আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে এক উইকেটে হেরে গেল ধোনির দল। শেষ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে করতে হত ১০ রান। শেষ উইকেট জুটি কেমার রোচ ও টিনো বেস্ট সেই রান তুলে ফেলেন। ১৯৭ রানে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট তুলে নেওয়ার পরেও জয় এল না। অথচ সামি যখন আউট হলেন তখন ধরেই নেওয়া হয়েছিল জয়ের হাসি ধোনির গালেই ফুটতে চলেছে। কিন্তু শেষ অবধি তা হল না।
প্রথমে ব্যাট করে ভারত করে ২২৯ রান। জবাবে শুরুটা খারাপ করলেও ক্যারিবিয়ান ওপেনার জনসন চার্লস (৯৭) আর ডয়েন ব্রাভো (৫৫) দারুণ খেলতে থাকেন। তবে এরপর ফের ধস নামে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে। যদিও শেষ মুহূর্তে টানটান উত্তেজনার ম্যাচ পকেটে যায় গেইলদেরই। ক্রিস গেইল (১১) অবশ্য ব্যাট হাতে এদিন ব্যর্থ। ভারতীয় বোলারদের মধ্যে নজর কাড়েন উমেশ যাদব (৪৩/৩)। যদিও উমেশের বলেই উইনিং স্ট্রোকটি আসে ক্যারিবিয়ানদের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের ব্যাটসম্যানরা দারুণ খেললেও ক্যারিবিয়ান আবহাওয়া এসে মানাতে পারলেন না। শিখর ধাওয়ান (১১), বিরাট কোহিলরা (১১) ব্যর্থ হলেন।  তবে দারুণ খেললেন রোহিত শর্মা (৮৯ বলে ৬০)। ব্যাট করার সময় ধোনি আবার হ্যামস্ট্রিংয়ে চোট পান। ভারত অধিনায়ককে স্বাভাবিক ব্যাটিংটা করতে দেখা গেল না। এমনকী পরে ফিল্ডিং করতেও নামলেন না ধোনি। ধোনির চোট দলকে চিন্তায় রাখল।
প্রতিযোগিতায় ভারতের পরবর্তী ম্যাচ কাল মঙ্গলবার, শ্রীলঙ্কার বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে। প্রতিযোগিতায় দু ম্যাচে জিতে ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেলেন গেইলরা। ত্রিদেশীয় এই প্রতিযোগিতায় প্রত্যেক দল প্রত্যেকের সঙ্গে দু বার করে খেলবে।

ভারত
রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, দীনেশ কার্তিক, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি
, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবেনশ্বর কুমার, ইশান্ত শর্মা, উমেশ যাদব
ব্যাটিং স্কোর
রোহিত শর্মা ক্যাচ চার্লস ব স্যামি ৬০
শেখর ধাওয়ান ক্যাচ বো রোচ ১১
বিরাট কোহলি ক্যাচ গেইল বল স্যামি ১১
দীনেশ কার্তিক ক্যাচ বল স্যামুয়েলস ২৩
সুরেশ রায়না ক্যাচ রামদিন ব রোচ ৪৪
মহেন্দ্র সিং ধোনি বোল্ড বেস্ট ২৭
রবীন্দ্র জাদেজা বোল্ড বেস্ট ১৫
রবিচন্দ্রন অশ্বিন নট আউট
ভুবেনশ্বর কুমার নট আউট ১১
ইশান্ত শর্মা
উমেশ যাদব
অতিরিক্ত: ২২ ওভার- ৫০
উইকেট- ৭
১৬৫
ওয়েস্ট ইন্ডিজ বোলিং স্কোর
বোলার ওভার রান উইকেট
কেএজে রোচ ১০ ৪১
টিএল বেস্ট ১০ ৫২
ডেরেন স্যামি ১০ ৪১
কিরন পোলার্ড
সুনীল নারিন ১০ ৫৬
মারলন স্যামুয়েলস ২০
ওয়েস্ট ইন্ডিজ
ক্রিস গেইল, জনসন চার্লস, ডেভন স্মিথ, মারলন স্যামুয়েলস, ডরেন ব্রাভো, কিরন পোলার্ড
দিনেস রামদিন, ডরেন স্যামি, কেমার রোচ, সুনীল নারিন, টিনো বেস্ট
ব্যাটিং স্কোর
ক্রিস গেইল ক্যাচ রায়না বল যাদব ১১
জনসন চার্লস ক্যাচ ইশান্ত শর্মা বল যাদব ৯৭
ডেভন স্মিথ এলবিডব্লিউ যাদব
মারলন স্যামুয়েলস বোল্ড ভুবেনশ্বর
ডরেন ব্রাভো ক্যাচ ধাওয়ান বল অশ্বিন ৫৫
কিরন পোলার্ড ক্যাচ কার্তিক বল ইশান্ত শর্মা
দিনেস রামদিন বোল্ড অশ্বিন
ডরেন স্যামি ক্যাচ অশ্বিন বল ইশান্ত শর্মা ২৯
কেমার রোচ নট আউট ১৪
সুনীল নারিন ক্যাচ ধাওয়ান বল রায়না
টিনো বেস্ট নট আউট
অতিরিক্ত: ৭ ওভার- ৪৭.৪
উইকেট- ৯
২৩০
ভারতের বোলিং স্কোর
বোলার ওভার রান উইকেট
ভুবেনশ্বর কুমার ৩৬
উমেশ যাদব ৯.৪ ৪৩
রবীন্দ্র জাদেজা ১০ ৫০
ইশান্ত শর্মা ৫১
রবিচন্দ্রন অশ্বিন ১০ ৪৪
সুরেশ রায়না
.