PV Sindhu| Paris Olympics 2024: প্য়ারিসে অঘটন, অলিম্পিক্স থেকে বিদায় পিভি সিন্ধুর

 টোকিও-তে চিনের হে বিং জিয়াও-কে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু, শেষ ষোলোয় প্রতিপক্ষ ছিলেন  হে বিং জিয়াও-ই। এবার এবার ভারতীয় শাটলারকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন তিনি।  

Updated By: Aug 2, 2024, 12:13 AM IST
PV Sindhu| Paris Olympics 2024: প্য়ারিসে অঘটন, অলিম্পিক্স থেকে বিদায় পিভি সিন্ধুর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল:  হল না পদক জয়ের হ্যাটট্রিক।  টোকিওয় যাঁকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন, প্যারিসে হারলেন তাঁর কাছেই! অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু।

আরও পড়ুন:  Swapnil Kusale | Paris Olympics 2024: কতটা চেনেন স্বপ্নিলকে? কৃষক পরিবারের ছেলে টিকিট কালেক্টরও! গর্ব করছে গোটা দেশ

আগের দুটি অলিম্পিক্সেই  পদক জিতে পদক জিতেছিলেন সিন্ধু। প্যারিসেও কি ইতিহাসে পুনরাবৃত্তি হবে? এবার পদক জয়ের অন্য়তম দাবিদার ছিলেন তিনিই। প্রথম দুই রাউন্ডে জিতে আশা জাগিয়েছিলেনও। কিন্তু শেষরক্ষা হল না! টোকিও-তে চিনের হে বিং জিয়াও-কে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু, শেষ ষোলোয় প্রতিপক্ষ ছিলেন  হে বিং জিয়াও-ই। এবার এবার ভারতীয় শাটলারকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন তিনি।

এদিন ম্যাচে একেবারেই চেনা ছন্দে ছিলেন সিন্ধু। সঙ্গে ফিটনেসের সমস্য়াও। প্রথম গেমে অবশ্য লড়াই হাড্ডাহাড্ডি। কিন্তু দ্বিতীয় গেমে আত্মসমপর্ণ করেন সিন্ধু। খেলার চীনের হি বিং জিয়াওয়ের পক্ষে ১৯-২১, ১৪-২১। 

আরও পড়ুন:  Swapnil Kusale | Paris Olympics 2024: টিকিট কালেক্টর থেকে অলিম্পিক্স ব্রোঞ্জ , আজ স্বপ্ন সত্যি ধোনি ভক্ত স্বপ্নিলের

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.