বিশ্বচ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে সিন্ধুর সামনে ইয়ামাগুচি

ফাইনালে উঠতে গেলে সিন্ধুকে এ বার লড়তে হবে আর এক জাপানি শাটলার আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে।

Updated By: Aug 4, 2018, 12:21 PM IST
 বিশ্বচ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে সিন্ধুর সামনে ইয়ামাগুচি

নিজস্ব প্রতিবেদন : বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে শুক্রবারই কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে পদক নিশ্চিত করেছেন পিভি সিন্ধু। জাপানের নাজোমি ওকুহারাকে হারিয়ে প্রতিযোগিতার সেমি ফাইনালে পৌঁছে যান ভারতীয় শাটলার। শনিবার সেমিফাইনালে সিন্ধুর সামনে ফের এক জাপানি প্রতিপক্ষ। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সিন্ধু নামবেন আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে।  

আরও পড়ুন - "মেসি নির্ভরতা কাটিয়ে উঠতে হবে আর্জেন্টিনাকে"

চিনের নানজিং-এ আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে সিন্ধু-ওকুহারা ম্যাচ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল। কারণ গত বার তাঁদের ১১০ মিনিটের ম্যাচ ব্যাডমিন্টনের ইতিহাসে অন্যতম সেরা লড়াই হিসেবে জায়গা করে নিয়েছে। গত বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের বদলা নিলেন পি ভি সিন্ধু। ফাইনালে যাঁর কাছে হেরে গিয়েছিলেন এবার কোয়ার্টার ফাইনালে সেই নাজোমি ওকুহারাকে স্ট্রেট গেমে হারিয়ে সেমিফাইনালে উঠলেন সিন্ধু। ৫৮ মিনিট শেষে খেলার ফল ২১-১৭, ২১-১৯। মুখোমুখি লড়াইয়ে এখন একই বিন্দুতে সিন্ধু-ওকুহারা। দু'জনেই জিতেছেন পাঁচটি করে ম্যাচ। ফাইনালে উঠতে গেলে সিন্ধুকে এ বার লড়তে হবে আর এক জাপানি শাটলার আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে।

আরও পড়ুন - একদিনের ক্রিকেটে প্রথম জয় পেল নেপাল

সেমি ফাইনালে উঠতেই বিশ্বচ্যাম্পিয়নশিপে চার নম্বর পদকটি নিশ্চিত করে ফেললেন সিন্ধু। এর আগে দুটি ব্রোঞ্জ এবং গত বার রুপো জিতেছিলেন তিনি। ভারতীয় সময় সন্ধে ৭.৩০ মিনিটে সিন্ধু-ওকুহারা ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ২স্টার স্পোর্টস ২ এইচডি তে। পাশাপাশি ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার-এ।  

.