নারিনকে নকল করেও সাফল্য পেলেন না অশ্বিন
তাঁর দলে জায়গা নেই প্রশ্ন উঠছে। বেশ কিছু দিন ধরেই ছন্দে নেই তিনি। দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডে হতশ্রী পারফরম্যান্স। বুঝে উঠতে পারছেন না ব্যাডপ্যাচ কাটাতে কি করা উচিত। অবশেষে সুনীল নারিনকে নকল করার সিদ্ধান্ত নিলেন রবিচন্দ্রন অশ্বিন। এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে একেবারে অন্য অশ্বিন চোখে পড়লেন।
তাঁর দলে জায়গা নেই প্রশ্ন উঠছে। বেশ কিছু দিন ধরেই ছন্দে নেই তিনি। দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডে হতশ্রী পারফরম্যান্স। বুঝে উঠতে পারছেন না ব্যাডপ্যাচ কাটাতে কি করা উচিত। অবশেষে সুনীল নারিনকে নকল করার সিদ্ধান্ত নিলেন রবিচন্দ্রন অশ্বিন। এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে একেবারে অন্য অশ্বিন চোখে পড়লেন।
তাঁর রানআপ, তাঁর ডেলিভারির ধরন, সবই বদলে গেছে। তবে তাতেও খুব একটা লাভ হয়নি তাঁর। দশ ওভার করে মাত্র একটি উইকেট পেয়েছেন অশ্বিন। তবে আমদানি করেছেন প্রচুর সমালোচনা। এভাবেই যদি চলতে থাকে তাহলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে খুব শীঘ্রই অশ্বিন হারিয়ে যাবেন বলে মত প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের।
এদিকে, অধিনায়ক কোহলির দুরন্ত শতরানের পর ক্রিকেট দুনিয়া তাঁকে নিয়ে মেতেছে। কোহলি এই শতরান তাঁর বাবাকে উত্সর্গ করছেন।