রবিবারের রোলাঁ গারোয় রাজা রাফা
৬-৪, ৬-৩, ৬-২ গেমে কার্যত উড়িয়ে দিলেন
নিজস্ব প্রতিবেদন : রবিবাসরীয় রোলাঁ গারোয় রাজা বনাম যুবরাজের লড়াইয়ে বাজিমাত্ করলেন রাজা। ডোমিনিক থিয়েমকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে কেরিয়ারের ১১ তম ফরাসি ওপেন জিতে নিলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।
আরও পড়ুন- মেসিকে স্পর্শ করলেন সুনীল
রোলাঁ গারোয় রাফা রাজ অব্যাহত। তিনি যে ক্লে কোর্টের রাজা সেটাই আরও একবার প্রমান করলেন রবিবার। ফাইনালে ২৪ বছর বয়সী অস্ট্রিয়ান টেনিস তারকা ডমিনিক থিয়েমকে দাঁড়াতেই দিলেন না নাদাল। ২ ঘন্টা ৪২ মিনিটের লড়াই শেষে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে কার্যত উড়িয়ে দিলেন তিনি। রোলাঁ গারোয় রাফার রাজত্বে ভাগ বসাতে পারলেন না থিয়েম।
It never gets old, does it @RafaelNadal?
The King of Clay captures his 11th Roland-Garros title 6-4 6-3 6-2.
Rien n'arrête Rafa ! 11e titre pour l'Espagnol ici à Roland-Garros et son 57e titre sur terre-battue.
https://t.co/xP28FRO671 pic.twitter.com/UzI4tcyikb
— Roland-Garros (@rolandgarros) June 10, 2018
একাদশ ফরাসি ওপেন জিতে নাদাল জানান, "এটাই টুর্নামেন্টের সেরা ম্যাচ। ডমিনিক খুব আগ্রাসী খেলোয়াড়। তৃতীয় সেট চলার সময় হাতে ক্র্যাম্প ধরে যায়। তবে এটা খেলারই অঙ্গ। শেষ পর্যন্ত জিততে পেরে ভাল লাগছে।" গত বছরে এই নিয়ে এগারো বার ফরাসি ওপেন জিতে নিলেন নাদাল। সেই সঙ্গে এটিপি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই থেকে গেলেন রাফা।
"It's amazing, I can’t describe my feelings because it’s not even a dream to win here 11 times. It’s impossible to think something like this."@RafaelNadal#RG18 pic.twitter.com/68MfcWmyqQ
— Roland-Garros (@rolandgarros) June 10, 2018