রবিবারের রোলাঁ গারোয় রাজা রাফা

৬-৪, ৬-৩, ৬-২ গেমে কার্যত উড়িয়ে দিলেন

Updated By: Jun 10, 2018, 09:50 PM IST
রবিবারের রোলাঁ গারোয় রাজা রাফা

নিজস্ব প্রতিবেদন :  রবিবাসরীয় রোলাঁ গারোয় রাজা বনাম যুবরাজের লড়াইয়ে বাজিমাত্ করলেন রাজা। ডোমিনিক থিয়েমকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে কেরিয়ারের ১১ তম ফরাসি ওপেন জিতে নিলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।

আরও পড়ুন- মেসিকে স্পর্শ করলেন সুনীল

রোলাঁ গারোয় রাফা রাজ অব্যাহত।  তিনি যে ক্লে কোর্টের রাজা সেটাই আরও একবার প্রমান করলেন রবিবার। ফাইনালে ২৪ বছর বয়সী অস্ট্রিয়ান টেনিস তারকা ডমিনিক থিয়েমকে দাঁড়াতেই দিলেন না নাদাল। ২ ঘন্টা ৪২ মিনিটের লড়াই শেষে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে কার্যত উড়িয়ে দিলেন তিনি। রোলাঁ গারোয় রাফার রাজত্বে ভাগ বসাতে পারলেন না থিয়েম।

একাদশ ফরাসি ওপেন জিতে নাদাল জানান, "এটাই টুর্নামেন্টের সেরা ম্যাচ। ডমিনিক খুব আগ্রাসী খেলোয়াড়। তৃতীয় সেট চলার সময় হাতে ক্র্যাম্প ধরে যায়। তবে এটা খেলারই অঙ্গ। শেষ পর্যন্ত জিততে পেরে ভাল লাগছে।" গত বছরে এই নিয়ে এগারো বার ফরাসি ওপেন জিতে নিলেন নাদাল। সেই সঙ্গে  এটিপি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই থেকে গেলেন রাফা।

.