রাজীব শুক্লা বলেছেন, এবারের আইপিএল কোনও দুর্নীতি হয়নি, তাই বিতর্ক

দুহাজার তেরোর স্পট ফিক্সিং ইস্যুতে রীতিমত কালিমালিপ্ত হয়েছিল আইপিএল। তার জের এখনও অব্যাহত। এই বিতর্কে দিশে হারা বিসিসিআইও। বোর্ড কর্তারা এতটাই চাপে যে প্রতিবছর ঢাকঢোল পিটিয়ে আইপিএল চেয়ারম্যানকে বলতে হচ্ছে এবারের আইপিএল দুর্নীতিমুক্ত। এবছর আইপিএল শেষেও তার অন্যথা হয়নি। রবিবার ফাইনালের পর আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়ে দিয়েছেন এবারের আইপিএল কোনও দুর্নীতি হয়নি। যদিও একথার মধ্যে কোনও যুক্তি খুঁজে পাচ্ছে না ভারতীয় ক্রিকেট মহল। কারন পুলিস প্রশাসন অথবা সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটি কিন্তু এখনও আইপিএল নিয়ে এমন সার্টিফিকেট দেয়নি।

Updated By: May 30, 2016, 10:25 PM IST
রাজীব শুক্লা বলেছেন, এবারের আইপিএল কোনও দুর্নীতি হয়নি, তাই বিতর্ক

ওয়েব ডেস্ক: দুহাজার তেরোর স্পট ফিক্সিং ইস্যুতে রীতিমত কালিমালিপ্ত হয়েছিল আইপিএল। তার জের এখনও অব্যাহত। এই বিতর্কে দিশে হারা বিসিসিআইও। বোর্ড কর্তারা এতটাই চাপে যে প্রতিবছর ঢাকঢোল পিটিয়ে আইপিএল চেয়ারম্যানকে বলতে হচ্ছে এবারের আইপিএল দুর্নীতিমুক্ত। এবছর আইপিএল শেষেও তার অন্যথা হয়নি। রবিবার ফাইনালের পর আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়ে দিয়েছেন এবারের আইপিএল কোনও দুর্নীতি হয়নি। যদিও একথার মধ্যে কোনও যুক্তি খুঁজে পাচ্ছে না ভারতীয় ক্রিকেট মহল। কারন পুলিস প্রশাসন অথবা সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটি কিন্তু এখনও আইপিএল নিয়ে এমন সার্টিফিকেট দেয়নি।

.