Shoaib Akhtar: অজানা-অদেখা শোয়েবকে দেখে চমকে গেলেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'! দেখুন ভাইরাল ভিডিয়ো

এর আগে উমরান মালিক কাছাকাছি গিয়েছিলেন শোয়েব আখতারের বোলিংয়ের। তিনি ১৫০ কিমি গতিবেগে বোলিং করেছিলেন। আখতারের নজির কেউ স্পর্শ করতে পারেননি বিশ্বে। সম্প্রতি ওই বৃদ্ধের বোলিং ভাইরাল হওয়ায় আখতার ফের আলোচনায় চলে এসেছেন।  

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 12, 2023, 05:55 PM IST
Shoaib Akhtar: অজানা-অদেখা শোয়েবকে দেখে চমকে গেলেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'! দেখুন ভাইরাল ভিডিয়ো
এভাবেই বাইশ গজে ঝড় তুলতেন শোয়েব আখতার। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বল হাতে ভদ্রলোকের দৌড়টাই দেখার মতো। বোলিং ক্রিজে এসে যখন লাফ দেন, তখন ইমরান খানকে (Imran Khan) মনে পড়তে পারে অনেকের। শোয়েব আখতার (Shoaib Akhtar) কোনও তুলনায় যাননি। এই বৃদ্ধ বয়সে তাঁর জোরে বোলার হওয়ার শখ দেখেই মুগ্ধ 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' (Rawalpindi Express)। 

সদ্য টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন জোরে বোলার। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বেশ বয়স্ক এক ব্যক্তি বল হাতে দৌড়ে আসছেন। বোলিং ক্রিজের কাছাকাছি আসতেই ক্রিকেটপ্রেমী সেই বৃদ্ধের লাফটি পাকিস্তানের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের মতো। ইমরানের মতোই সাইড অন বোলিং অ্যাকশন এবং বল ছাড়ার সময় তাঁর মতোই বাঁ দিকে একটু কাত হয়ে যান এই বৃদ্ধ। বলের গতি? স্লো মোশনের ভিডিওতে তো আর গতি বোঝা যায় না। তবে এই বয়সে ওভাবে দৌড়ে এসে লাফ দিয়ে বল করা—একজন বৃদ্ধের ক্রিকেট প্রেম দেখে মুগ্ধ হতে এতটুকুই তো যথেষ্ট!

আরও পড়ুন: IND vs PAK, ICC ODI World Cup 2023: আহমেদাবাদেই ফাইনাল, ভারত বনাম পাকিস্তান 'মাদার অফ অল ব্যাটল'-এর দৌড়ে এগিয়ে ইডেন!

আরও পড়ুন: MS Dhoni, CSK: তামিলনাড়ু থেকেই ধোনির চেন্নাইকে ব্যান করার দাবি উঠল! কিন্তু কেন? জানতে পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলিভারির রেকর্ড গড়া শোয়েবও সম্ভবত এই কারণেই তাঁর বোলিং দেখে মুগ্ধ। বোলিংয়ের ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'আরে বাহ! ১০০–তে (বছর বয়সে) “১০০” মাইল গতি! আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই। কেউ খুঁজে দিতে পারেন।' শোয়েবের নজর কাড়া এই বোলারের বয়স ১০০ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, তবে তিনি বৃদ্ধ তো বটেই। এই বয়সেও এভাবে দৌড়ে এসে পেস বোলিং করাটা কেমন বিরল, তা বোঝাতেই হয়তো শোয়েব তাঁর বয়স ১০০ বছর বলে ফেলেছেন।

সোশ্যাল মিডিয়া কিংবা পাকিস্তানের কোনও সংবাদমাধ্যম অবশ্য এখনও সেই ব্যক্তির বয়স ও নাম জানাতে পারেনি। যদিও অনেকেই এই ভিডিয়ো শেয়ার করেছেন। তাঁদের কেউ কেউ আবার শোয়েবের অ্যাকশনের সঙ্গেও বৃদ্ধের বোলিং অ্যাকশনের মিল খুঁজে পেয়েছেন।

যদিও ভালোভাবে খেয়াল করলে ইমরানের বোলিং অ্যাকশনের সঙ্গেই এই ব্যক্তির বোলিং মিলে যায়। ইমরানের খেলোয়াড়ি জীবনে এই বৃদ্ধের তরুণই থাকার কথা। সেই সময় শুধু পাকিস্তান নয়, গোটা ক্রিকেট দুনিয়ায় ইমরানের জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয়। ক্রিকেটপ্রেমী হিসেবে তখন ইমরানের বোলিং অ্যাকশন অনুকরণ করাটা স্বাভাবিকই ছিল তখন। তবে শোয়েবের বোলিং অ্যাকশনকে অনুকরণ করাও অস্বাভাবিক কিছু নয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.