স্বাস্থ্য দফতরের সবুজ সংকেত মিললে জুনে শুরু লা লিগা!
স্প্যানিশ লিগে খেলা প্রায় আড়াই হাজার ফুটবলারের করোনা টেস্ট হয়েছিল।
নিজস্ব প্রতিবেদন: বুন্দেশলিগার পর এবার লা লিগা। করোনাপরবর্তী সময়ে ইউরোপের আরও একটা বড় লিগ শুরু হওয়ার জন্য প্রস্তুত। মাঠে নামার জন্য তৈরি মেসিরাও। স্বাস্থ্য দপ্তরের সবুজ সংকেত পাওয়া গেলে ১২ জুন থেকে শুরু হতে পারে লা লিগা।
স্প্যানিশ ঘরোয়া লিগে খেলা পাঁচ ফুটবলারের সংক্রমণ ধরা পড়েছে। মারন ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনজন সাপোর্ট স্টাফও। তা সত্ত্বেও দমছে না লা লিগা কর্তৃপক্ষ। স্প্যানিশ লিগে খেলা প্রায় আড়াই হাজার ফুটবলারের করোনা টেস্ট হয়েছিল। তার মধ্যে মাত্র আট জনের পজিটিভ হয়েছে। লা লিগার আধিকারিকরা জানাচ্ছেন তাঁদের ধারণা ছিল পজিটিভের সংখ্যা হতে পারে ২৫ থেকে ৩০। সেখানে মাত্র ৮ জনের করোনা পজিটিভ হওয়াটা তাদের কাছে আশাব্যঞ্জক।
এই সপ্তাহে আবারও ফুটবলারদের করোনা টেস্ট হবে। এমনকি লা লিগা শুরুর ২৪ ঘণ্টা আগেও মেসিদের করোনা টেস্ট করার পরিকল্পনা আছে। স্বাস্থ্য সুরক্ষা মেনে চললে খেলা চলাকালীন সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে লা লিগা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই স্বাস্থ্যসুরক্ষা মেনে গত শুক্রবার থেকে শুরু হয়েছে মেসিদের অনুশীলন। আজ থেকে অনুশীলন শুরু করছে রিয়াল মাদ্রিদও।
আরও পড়ুন - বুমরাহকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ওয়াসিম আক্রম!