ওয়াংখেড়েই শেষ হবে সচিন নামক ক্রিকেটীয় রূপকথার পথচলা

সচিন তেন্ডুলকরের ২০০তম ও বিদায়ী টেস্ট ম্যাচের জন্য ওয়াংখেড়কেই বেছে নিল বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারত দ্বিতীয় টেস্টটি খেলবে ইডেন গার্ডেনসে।

Updated By: Oct 15, 2013, 12:41 PM IST

সচিন তেন্ডুলকরের ২০০তম ও বিদায়ী টেস্ট ম্যাচের জন্য ওয়াংখেড়কেই বেছে নিল বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারত দ্বিতীয় টেস্টটি খেলবে ইডেন গার্ডেনসে।
এর আগে মুম্বইতেই তাঁর ২০০ তম টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিলেন সচিন তেন্ডুলকর। মায়ের জন্য মুম্বইতেই তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলতে চান বলে বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছিলেন মাস্টার ব্লাস্টার।
সচিন চান সেই ঐতিহাসিক মুহূর্তে যেন তাঁর মা রজনী তেন্ডুলকর মাঠে থাকুন। আজ পর্যন্ত মাঠে বসে সচিনকে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখেননি তাঁর মা। এরই পাশাপাশি সচিনের ইচ্ছে হোমগ্রাউন্ডে শেষ টেস্ট ম্যাচ খেলার।
মুম্বইতে শেষ টেস্ট ম্যাচ খেলার সচিনের অনুরোধ যে বোর্ড রাখবেই তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা।

.